ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

রেডিও জকি হিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, জানুয়ারি ২৩, ২০১৬
রেডিও জকি হিরা রুখসানা আলি হিরা

নতুন দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন র‌্যাম্প মডেল ও অভিনেত্রী রুখসানা আলি হিরা। নাম ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’।

এতে রেডিও জকি (আরজে) চরিত্রে দেখা যাবে তাকে। মেয়েটির নাম শশী। সে অনুষ্ঠান প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে।

হিরা বাংলানিউজকে বললেন, ‘এই প্রথম আরজে চরিত্রে কাজ করছি। গল্পটা আকর্ষণীয়। শুক্রবার (২২ জানুয়ারি) থেকে এতে অভিনয় শুরু করলাম রেডিও টুডেতে। সত্যিকারের রেডিও স্টেশনে বসে আরজে চরিত্রে অভিনয় করাটা রোমাঞ্চকর লাগছে। ’

‘রেডিও জকি এবং কতিপয় গল্প’ পরিচালনা করছেন মুরাদ পারভেজ। জানা গেছে, দুই বছর আগে এ নাটকের দুই দফা চিত্রায়ন হয়েছিলো। কাজটা ভালো হওয়ায় এটিএন বাংলা এটাকে দীর্ঘ ধারাবাহিক করার সবুজ সংকেত দিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এর প্রচার শুরু হওয়ার কথা।

এদিকে এসএ টিভির ‘আদর্শ লিপি’ ও এনটিভিতে ‘হাউস ফোর্টি ফোর’ ধারাবাহিকে কাজ করছেন হিরা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এটিএন বাংলায় শুরু হবে ‘লাইফ ইন অ্যা মেট্রো’।

বাংলাদেশ সময় : ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।