ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

১৮ মার্চ ঢাকায় গাইবেন মোনালি ঠাকুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, জানুয়ারি ২৩, ২০১৬
১৮ মার্চ ঢাকায় গাইবেন মোনালি ঠাকুর মোনালি ঠাকুর

হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুর ঢাকায় আসছেন। আগামী ১৮ মার্চ একটি কনসার্টে যোগ দেবেন তিনি।

এটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা আবাসিক এলাকার উন্মুক্ত মাঠে।

আয়োজক প্রতিষ্ঠান ইন্টিগ্রিটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট জানায়, কনসার্টের একদিন আগে ১৭ মার্চ ঢাকায় পৌঁছুবেন মোনালি। অনুষ্ঠানে তার পাশাপাশি গাইবেন রাফা, সুমন ও ইন্দালো ব্যান্ড।  

কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন আয়োজকেরা।

পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর ‘ইন্ডিয়ান আইডল’প্রতিযোগিতায় অংশ নেয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার বেশ কয়েকটি বাংলা ছবিতে গাওয়ার পর ২৭ বছর বয়সী এ গায়িকা বলিউডের ছবিতে কাজ করার সুযোগ পান।

তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে- ‘রঘুপতি রাঘব’ (কৃশ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তুনে মারি এন্টি’ (গুন্ডে) প্রভৃতি।

কলকাতায় ‘ইটস ১০০% লাভ’ (১০০% লাভ) , ‘মাধু’ (রংবাজ), ‘পেয়ার লাল’ (দুই পৃথিবী) শীর্ষক গানগুলোও দারুণ জনপ্রিয় হয়েছে। শুধু শিল্পী নন, অভিনেত্রী হিসেবেও তিনি পরিচিত। মোনালি ঠাকুর বলিউডের ‘লক্ষ্মী’ শিরোনামের একটি ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।