ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ উৎসবে এবারের নির্বাচিত চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ উৎসবে এবারের নির্বাচিত চলচ্চিত্র

বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ আয়োজনে জানুয়ারি মাসের ১৩টি ছবি নির্বাচন করেছেন জুরি সদস্যরা। এর মধ্যে ছয়টি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ও একটি প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে।



বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত ছবিগুলোর প্রদর্শনী হবে আগামী ৩০ জানুয়ারি। বিকেল ৩টায় রয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র। এগুলো হলো- জাবেদ পাটওয়ারীর ‘হোম কামিং’, মোহাম্মদ মনিরুল ইসলামের ‘জনৈক কেতাদুরস্ত’ (উদ্বোধনী প্রদর্শনী), মোহাম্মদ নূরুজ্জামানের ‘জংশন’, মো. আবু বকর সিদ্দিকের ‘ইন অ্যা বাউন্ডারি’ (উদ্বোধনী প্রদর্শনী), আনোয়ার আনারের ‘দ্রোহ দিন প্রতিদিন’ (উদ্বোধনী প্রদর্শনী), রাহাতুল জামান রংগনের ‘দ্য মেশিন’ (উদ্বোধনী প্রদর্শনী), মো. নাঈম উল ইসলাম আবিরের ‘দ্য এজ অফ লাইফ’।

বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ও একটি প্রামাণ্য চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রগুলো হলো এনামুল হক কবিরের ‘দ্য ডুয়েল’, শাফিউর রহমান ও ডেভিড আরমানের ‘সঙ্কোচ’ (উদ্বোধনী প্রদর্শনী), আনিসুর রহমানের ‘আদর্শলিপি’, হিন্দোল রায়ের ‘খোলা হাওয়া’ (উদ্বোধনী প্রদর্শনী)। প্রামাণ্য চলচ্চিত্রটি হচ্ছে পলাশ রসূলের ‘ঢাকা মেট্রো চ’ (উদ্বোধনী প্রদর্শনী)। সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘অনিল বাগচীর একদিন’।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথ আয়োজনে গত বছরের এপ্রিল মাসে শুরু হওয়া এ উৎসব ইতিমধ্যে নয় মাস অতিক্রম করেছে। উৎসবে প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চলচ্চিত্র জমা দিতে হয় এবং সেগুলোর মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো মাসের শেষ সপ্তাহে ন্যূনতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।