ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টুইটারে কমল হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
টুইটারে কমল হাসান কমল হাসান

ভক্তদের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই গত কয়েক বছরে সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত হয়েছেন। প্রতিদিনই এসব মাধ্যমে তাদের অনুসারী বাড়ছে।

তবে কিছু তারকা নানান কারণে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে দূরে আছেন।

তাদের মধ্যে অন্যতম কিংবদন্তি অভিনেতা কমল হাসান। আশার কথা হলো, মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবসে টুইটারে যোগ দিয়েছেন তিনি। ৬১ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেতা ভারতের জাতীয় সংগীত গাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ভারতের স্বাধীনতা সংগ্রাম আজও অনন্য। ’ ভিডিওতে দেখা যাচ্ছে, ‘জন গণ মন’ গাইছেন তিনি।

এদিকে বাবাকে টুইটারে সানন্দে স্বাগত জানিয়েছেন তার কন্যা অভিনেত্রী শ্রুতি হাসান। তিনি বলেছেন, ‘টুইটারে সবচেয়ে সুখকর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম! আমার সবচেয়ে প্রিয় মানুষকে টুইটারে স্বাগতম। তোমার জন্য ভালোবাসা আপ্পা (বাবা)। ’

লক্ষণীয় ব্যপার হলো, টুইটারে যোগ দেওয়ার ১৩ ঘণ্টার মধ্যে কমল হাসানের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ২৯ হাজারের ঘর।

দীর্ঘ অভিনয় জীবনে দক্ষিণী ছবি ও হিন্দি ছবিতে সমানতালে কাজ করেছেন কমল হাসান। এর মধ্যে উল্লেখযোগ্য ‘চাচি ৪২০’, ‘ইন্ডিয়ান’, ‘হে রাম’, ‘সাদমা’ প্রভৃৃতি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।