ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

এক টুইটেই কোটিপতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৮, জানুয়ারি ২৮, ২০১৬
এক টুইটেই কোটিপতি

হাত-পা গুটিয়েও রুটিরুজি করার ইচ্ছা থাকলে মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রের টুইট নিজের নামে চালিয়ে দিতে পারেন! তার টুইটে কাড়ি কাড়ি টাকা পাওয়ার গ্যারান্টি আছে! বিশ্বাস হচ্ছে না?
 
মার্কেট ওয়াচের তথ্যানুযায়ী, শুধু একটি পোস্ট থে্কেই নগদ ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার পেয়ে গেছেন অপরাহ। বাংলাদেশি মুদ্রায় যা ৯৪ কোটি সাড়ে ১৭ লাখ টাকারও বেশি! কীভাবে ওজন কমালেন এবং এখনও রুটি খেয়ে বেঁচে আছেন, পোস্টটিতে সেটাই জানিয়েছেন ৬১ বছর বয়সী এই তারকা।


 
পোস্টটির সঙ্গে ৩০ সেকেন্ড ব্যাপ্তির একটি ভিডিও ক্লিপও দিয়েছেন অপরাহ। এতে ওজন কমানো ও ভারসাম্য রক্ষার যন্ত্রাদির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েট ওয়াচার্সের গুনগান গেয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সঙ্গে যোগ দাও, রুটি খাও, ওজন কমাও। ’
 
টুইটারে উইনফ্রে একথা জানানোর এক ঘণ্টা পর ওয়েট ওয়াচার্স দুই ডলার খরচ করে এটি শেয়ার করে। এরপর তার নিজের টুইট শেয়ার হয়েছে ৬০ লাখ বার। এই জোয়ারের সুবাদে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার চলে এসেছে তার অ্যাকাউন্টে। তাকে তো আর এমনি এমনি মিডিয়া মোগল বলা হয় না!
 
বাংলাদেশ সময় : ০৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।