ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

শান্তিনিকেতনে কাজ করতে পারলেন না দিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, জানুয়ারি ২৮, ২০১৬
শান্তিনিকেতনে কাজ করতে পারলেন না দিয়া দিয়া মির্জা

শান্তিনিকেতনে আসাটা সুখকর হলো না বলিউড অভিনেত্রী দিয়া মির্জার। টেলিভিশন অনুষ্ঠান ‘গঙ্গা-দ্য সোল অব ইন্ডিয়া’র দৃশ্যধারণের জন্য দলবল নিয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি।


 
দুঃখজনক ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় কাজ না করেই সবাইকে নিয়ে কলকাতা থেকে মুম্বাইয়ে ফিরে আসতে হলো ৩৪ বছর বয়সী দিয়াকে।
 
এ খবরের সত্যতা নিশ্চিত করে বিশ্বভারতীর রেজিস্ট্রার ড. (কর্নেল) এমএম মিত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এখানে দৃশ্যধারণের আগেই অনুমতি নিতে হয়। সেটা তারা নেননি বলে দিয়া মির্জা থাকার পরও শুটিং বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কিছু করার ছিলো না। ’

বিশ্বভারতীর রেজিস্ট্রার আরও জানান, ‘ঘটনাটা আমি জানতাম না। আমাদের এক সহকারী এসে জানায়, একটি ইউনিট শুটিং করছে। তাই আমাকে হস্তক্ষেপ করতেই হলো। এখানে কাজের অনুমতি দেওয়ার আগে আমরা চিত্রনাট্য দেখি। তাছাড়া ছাতিমতলা ও মন্দির এলাকার মতো নির্দিষ্ট কিছ‍ু জায়গায় আমরা কাজ করার অনুমতি দেই না। তবে বাণিজ্যিক দিক বিবেচনা করে অনুমতি দিলেও সেই অনুযায়ী ভাড়া নিয়ে থাকি। ’

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।