ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন মাসুম রেজা

‘ফেব্রুয়ারিতে নতুন মাসুম রেজাকে পাওয়া যাবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
‘ফেব্রুয়ারিতে নতুন মাসুম রেজাকে পাওয়া যাবে’ মাসুম রেজা

বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা। একনিষ্ঠভাবে নাটকের মানুষ।

তার প্রাণের জায়গা থিয়েটার। তার মতে, মঞ্চই  তার মাতৃভূমি। একইসঙ্গে কাজ করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও। এসব কাজের জাতীয় স্বীকৃতি পেয়েছেন তিনি। নাটকের জন্য ‘বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০১৫’ পাচ্ছেন মাসুম রেজা। বৃহষ্পতিবার (২৮ জানুয়ারি) সকালে এর ঘোষণা এসেছে। পুরষ্কারপ্রাপ্তির খবরে উচ্ছ্বসিত মাসুম রেজা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলানিউজকে।  

তিনি বলেন, ‘এই প্রাপ্তি নতুন কাজে আমাকে আরও উৎসাহিত করবে। আমি মনে করি, নাটক লেখায় আমি দীর্ঘদিন ব্রত থেকেছি। এটা তারই স্বীকৃতি। পাশাপাশি দায়িত্বও বেড়ে গেলো। ’

এ স্বীকৃতি ও সম্মাননার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গুণী এই নাট্যকার।

মাসুম রেজা জানান, ফেব্রুয়ারিতে তার লেখা নতুন নাটক আসছে মঞ্চে। এ কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। ‘সুরগাঁও’ নামের নাটকটি মঞ্চে আনছে দেশ নাটক। এ ব্যাপারে মাসুম রেজা বলেন, ‘ফেব্রুয়ারিতে নতুন মাসুম রেজাকে পাওয়া যাবে। কারণ এ কাজটি আমার ভীষণ পছন্দের। আমি যতো নাটক লিখেছি, এটি সব চেয়ে আলাদা। ’

সমকালীন উল্লেখযোগ্য নাট্যকারদের কথা বলতে গিয়ে মাসুম রেজা একটু থামলেন। তারপর তিনি শুধু মঞ্চের নাট্যকারদের নাম উল্লেখ করলেন- যাদের কাজ তিনি উপভোগ করেন। মাসুমে রেজার পছন্দের নাট্যকাররা হলেন- সাইমন জাকারিয়া, মলয় ভৌমিক, আমিনুর রহমান মুকুল, গাজী রাকায়েত, শুভাশিষ সিনহা ও মোহাম্মদ বারী।  

সমকালীন টেলিভিশন নাটক নিয়ে সন্তুষ্ট নন মাসুম রেজা। তিনি বলেন, ‘টিভি নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এই মাধ্যমটিকে ছুঁড়িকাঘাত করছি। ভালোবেসে কেউ আর নাটক করছেন না। সবাই এটাকে ব্যবসায়িক কাজ হিসেবে নিয়েছেন। ব্যবসা দিয়ে শিল্পচর্চা হয় না। ’

দীর্ঘদিন পর নাটক বিভাগে পুরস্কার দিতে যাচ্ছে বাংলা একাডেমি। মাসুম রেজার পুরষ্কারপ্রাপ্তির ঘোষণায় আনন্দে ভাসছে নাটকপাড়া। অনেকে সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যমে ফেসবুকে এ নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন।

মাসুম রেজার লেখা উল্লেখযোগ্য মঞ্চ নাটকের মধ্যে রয়েছে— ‘বিরসা কাব্য’, ‘নিত্যপূরাণ’, ‘আরজ চরিতামৃত’, ‘জল বালিকা’, ‘শামুকবাস’ প্রভৃতি। টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে তার লেখা ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’। ‘মোল্লা বাড়ির বউ’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার তিনি।

মাসুম রেজার পাশাপাশি এবার আরও পুরষ্কার পাচ্ছেন কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে আবুল মোমেন ও আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, ভ্রমণ সাহিত্যে ফারুক চৌধুরী, শিশুসাহিত্যে সুজন বড়ুয়া, অনুবাদে আব্দুস সেলিম, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে শরীফ খান।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেবেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।