ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গ্রামীণ ফোনের সঙ্গে রেডিও জি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
গ্রামীণ ফোনের সঙ্গে রেডিও জি

রবি ও টেলিটকের পর এবার রেডিওজিবিডি.কম স্ট্রিমিং সার্ভিসটি সংযুক্ত হয়েছে গ্রামীণ ফোনের সঙ্গে। স্মার্ট ফোনের ডাটা দিয়ে রেডিওজিবিডি.কম লিখে গুগুলে সার্চ দিয়ে সার্ভিসটির রেজিষ্টেশন করলে অসংখ্য গান শুনতে পারবেন শ্রোতারা।

গান শোনার এ স্ট্রিমিং সার্ভিসটি প্রতীষ্ঠা করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

রাজধানীর কাওরান বাজরের টিসিবি ভবনে সম্প্রতি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে দুই পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের ডিজিটাল সার্ভিসের প্রধান মোহাম্মদ মুনতাসির হোসাইন এবং জি সিরিজ ও অগ্নিবীনার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ। এ ছাড়া আরও ছিলেন গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ, অবসকিউর ব্যান্ডের সাইদ টিপু, রক স্ট্রাটা ব্যান্ডের আরশাদ, ডিফারেন্ট টাচের মেজবাহ, কন্ঠশিল্পী হাসান চৌধুরী, এস.ডি রুবেল, আশরাফ উদাস প্রমুখ।  

সংযুক্তি অনুষ্ঠানের কনসার্টে অংশ নেয় আর্টসেল, যাত্রী, গাছ, অরণ্য, কার্নিবাল ও এহসান রাহী অ্যান্ড ফ্রেন্ডস। একক গান করেন অভি, কিম্বল, বিবেক, ইসমত আরা ইভা, তানজীব ও শুভ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।