দেশবরেণ্য সুরকার সেলিম আশরাফ মৃত্যুর সঙ্গে লড়ছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) যান দু’জনে। জনপ্রিয় অভিনেতা আলমগীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা অসুস্থ শিল্পীর চিকিৎসার খোঁজ-খবর নেন ও তার পাশে কিছুটা সময় কাটান। তাদেরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন আলম আরা মিনু। দুই তারকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
কয়েক বছর ধরে বিভিন্ন রোগে ভুগছেন সেলিম আশরাফ। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গত ২৩ জানুয়ারি সেলিম আশরাফকে বনশ্রীর ফরায়যী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
একদিন পরই তাকে স্থানান্তর করা হয় ইউনাইটেড হাসপাতালে। এখন সেখানেই চলছে তার চিকিৎসা। সেলিম আশরাফের চিকিৎসার্থে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যে কেউ সাহায্য করতে পারেন- ব্র্র্যাক ব্যাংক, বনশ্রী শাখা, নাম-আলম আরা মিনু, অ্যাকাউন্ট নম্বর ১৩৪৯১০২২০৩৮৯৮০০১।
‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’র মতো কালজয়ী অনেক গানের সুরকার সেলিম আশরাফ।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসও/জেএইচ