বক্সারদের গল্প নিয়ে সাজানো হয়েছে ভারতীয় ছবি ‘সালা খারুস’ দেখতে চেয়েছেন প্রাক্তন বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন। ফেসবুকে তিনি নিজের এ ইচ্ছার কথা জানান।
ফেসবুক পোস্টে ৪৯ বছর বয়সী টাইসন লিখেছেন, ‘আমি এই বক্সিং ছবি দেখতে চাই। ’ সঙ্গে জুড়ে দিয়েছেন ‘সালা খারুস’ নিয়ে তামিল চলচ্চিত্র সমালোচক বরদ্বাজ রঙ্গনের পর্যালোচনার লিংক। বলাবাহুল্য একটি সংলাপে টাইসনের নাম উল্লেখ করা হয়েছে।
পরিচালক সুধা কঙ্গারা প্রসাদ বলেছেন, “মাইক টাইসন আমার প্রিয় বক্সার। এ ছবির জন্য তার জীবন আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি একবার বলেছিলেন, ‘জিতলে কোচের মুখে তা শুনি। না জিততে পারলে তিনি কিছু বলেন না, বুঝে যাই হেরেছি। ’ এটাই আমার ছবির মূল কথা। সেই টাইসনই ছবিটি দেখতে চেয়েছেন, সত্যিই অবিশ্বাস্য লাগছে! ভালোও লাগছে। ”
এতে বক্সিং কোচ চরিত্রে অভিনয় করেছেন মাধবন। টাইসনকে ধন্যবাদ জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ স্যার। আপনাকে সহসাই আমার নিজের লোক দিয়ে আমেরিকায় ছবিটির ডিভিডি পাঠানোর বন্দোবস্ত করছি। এটা আমাদের জন্য অভূতপূর্ব ও অন্যরকম সম্মান। আমরা সবাই উচ্ছ্বসিত। ’
‘সালা খারুস’-এর গল্প কোচ ও বক্সারের সম্পর্ক নিয়ে। এক প্রাক্তন বক্সার দুর্নীতির কারণে কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বক্সিং ছেড়ে দেন। একসময় এক তরুণীকে প্রশিক্ষণ দিয়ে তার মাধ্যমে নিজের স্বপ্নপূরণের মিশনে নামেন ওই বক্সার। বক্সার হতে চাওয়া তরুণীর ভূমিকায় আছেন সত্যিকারের বক্সার হৃতিকা সিং। গত ২৯ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘সালা খারুস’।
ছবিটি তৈরি হয়েছে তামিল ও হিন্দি ভাষায়। তামিলে এর নাম ‘ইরুধি সুতরু’। হিন্দি সংস্করণের পরিবেশনার দায়িত্ব নিয়েছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানি।
* ‘সালা খারুস’ ছবির ট্রেলার :
* ‘সালা খারুস’ ছবির ‘দিল ইয়ে লাড়াকু’ গানের ভিডিও :
* ‘সালা খারুস’ ছবির ‘ঝাল্লি পাটাখা’ গানের ভিডিও :
* ‘সালা খারুস’ ছবির ‘জাগা খুন্নাস’ গানের ভিডিও :
* ‘সালা খারুস’ ছবির শিরোনাম-সংগীতের ভিডিও :
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
জেএইচ