বলিউডের অনেক অভিনেতা বিভিন্ন ছবির জন্য সিক্স প্যাক অ্যাবস বানিয়ে খবরের শিরোনামে এসেছেন। তবে কোনো অভিনেত্রীর বেলায় এমনটি শোনা যায়নি।
প্রিয়তি বাংলানিউজকে বললেন, ‘এ ছবিতে আমাকে দেখা যাবে যোদ্ধা রানীর চরিত্রে। তাই প্রচুর অ্যাকশন দৃশ্যে কাজ করতে হবে। সেজন্য চরিত্রের প্রয়োজনেই সিক্স প্যাক অ্যাবসে পাওয়া যাবে আমাকে। আমার এমন শারীরিক গড়ন কখনও দেখেনি কেউ। ’
‘কু কুলাইন’-এ প্রিয়তির সহশিল্পী কিয়ারন ডেভিস। কিয়ারনই আছেন নাম ভূমিকায়, পাশাপাশি পরিচালনাও করছেন বড় বাজেটের ছবিটি। ২০১৬ সালের পুরোটাই লাগবে এর কাজ সম্পন্ন করতে।
প্রিয়তির প্রথম ছবি ‘দ্য ওয়ান্ডারল্যান্ড’ও পরিচালনা করেছেন কিয়ারন ডেভিস। এতে প্রিয়তিকে দেখা যাবে রাজকুমারী আরমেনা চরিত্রে। এটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।
এদিকে আগামী সপ্তাহে আবার বাংলাদেশে আসছেন প্রিয়তি। দশ দিনের এ যাত্রায় সবার জন্য শিক্ষা ও শক্তি বিদ্যালয় নামে দুটি ফাউন্ডেশন ঘুরে দেখবেন তিনি, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করে। এ ছাড়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দুটি শিশু এবং ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী দিতিকে দেখতে যাবেন।
আর কী পরিকল্পনা? প্রিয়তি বললেন, ‘একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবো। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসও উদযাপন করবো। ’
সম্প্রতি জ্যামাইকাতে অনুষ্ঠিত মিস আর্থ প্রতিযোগিতার জন্য জিরো ফিগার করেছিলেন প্রিয়তি। এতে মিস ফিটনেস পুরস্কারও এসেছে তার হাতে। সেই সঙ্গে হয়েছেন প্রথম রানারআপ। প্রিয়তি এবার মনোনীত হয়েছেন আয়ারল্যান্ডের ইন্টারন্যাশনাল বিউটি কুইন অ্যাওয়ার্ডের জন্য। সম্প্রতি তার প্রতিকৃতি এঁকেছেন বিখ্যাত চিত্রশিল্পী জিম ফিৎজপ্যাট্রিক।
মিজ আয়ারল্যান্ড খেতাব জিতে মূলত আলোচনায় আসেন প্রিয়তি। তিনি পেশায় বৈমানিক। দীর্ঘ ১৫ বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করলেও সুযোগ পেলেই বেড়াতে চলে আসেন বাংলাদেশে। ব্যক্তিজীবনে দুই সন্তানের মা তিনি।
বাংলাদেশ সময় : ০৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
জেএইচ