ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কৌতুক অভিনেতা ফরিদ আলী হাসপাতালে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
কৌতুক অভিনেতা ফরিদ আলী হাসপাতালে ফরিদ আলী

বাংলাদেশ টেলিভিশনের প্রথম হাস্যরসাত্মক নাটক ‘ত্রিরত্ন’র অভিনেতা তিনি। চলচ্চিত্রে অভিষেক ‘ধারাপাত’ দিয়ে।

এরপর ফরিদ আলী কাজ করেছেন ‘সংগ্রাম’, ‘গুন্ডা’, ‘রংবাজ’, ‘ঘুড্ডি’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘যে আগুনে পুড়ি’, ‘কলমীলতা’ ‘সমাধান’সহ বিভিন্ন চলচ্চিত্রে। একসময়ের জনপ্রিয় এই কৌতুক অভিনেতা এখন শয্যাশায়ী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে তার চিকিৎসা।

পারিবারিক সূত্রে জানা যায়, ডায়াবেটিকসহ হৃদরোগে ভুগছেন এক সময়ের জনপ্রিয় এই কৌতুক অভিনেতা।

মাস খানেক আগে থেকে ফরিদ আলীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রথমে ভর্তি করা হয়েছিলো জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে। এদিকে আগে থেকে তার হার্টে রিং লাগানো ছিলো। চিকিৎসক বলেছেন,  সেটা ব্লক হয়ে গেছে। এ অবস্থায় আবার রিং লাগানো দরকার।

৭৫ বছর বয়সী ফরিদ আলী অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। অর্থাভাবে তার চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দেশের মানুষ ও সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।