ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন সিএমভি উদ্বোধন করলেন আলম খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
নতুন সিএমভি উদ্বোধন করলেন আলম খান

‘ওরে নীল দরিয়া’- এই একটি গানই যথেষ্ট সুরস্রষ্টা আলম খানের পরিচিতি দেওয়ার জন্য। এমন অনেক কালজয়ী গানের জন্ম হয়েছে তার হাত ধরে।

দেশের অনেক প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পীও তৈরি হয়েছেন এই গুণী মানুষটির সঙ্গে কাজ করে। বয়স বেড়েছে, তাই এখন আর আগের মতো ব্যস্ততা নেই আলম খানের। অনেকদিন পর তাকে পাওয়া গেলো।

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র নতুন করপোরেট অফিস উদ্বোধন করলেন সংগীতজ্ঞ আলম খান। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে ফিতা কেটেছেন তিনি। এ সময় আরও ছিলেন গীতিকবি-সুরকার হাসান মতিউর রহমান, শিল্পী জানে আলম, এস আই টুটুল, আসিফ আকবর, শফিক তুহিন, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, বেলাল খান, কিশোর দাস, ইমরান মাহমুদুল, ইলিয়াস হোসাইন, টিনা মোস্তারী, সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বাবুল, লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান, অনুপম রেকর্ডিংয়ের আনোয়ার হোসেনসহ প্রযোজকদের সংগঠন এমআইবির নেতা ও সদস্যরা।

সিএমভি কর্তৃপক্ষ জানিয়েছে, আট বছরের বিরতির পর বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে তাদের নবযাত্রা। শুরুতে এক ডজন তারকাবহুল অ্যালবাম বের হচ্ছে এখান থেকে।

লম্বা বিরতির পর আবারও নতুন আঙ্গিকে প্রযোজনায় ফেরা প্রসঙ্গে সিএমভির প্রধান এসকে শাহেদ আলী বলেছেন, ‘অডিও শিল্পে অনেক ঝড় বয়ে গেছে। এতোদিন সেই ঝড় সামলানোর চেষ্টা করেছি। এখন অডিও বাজারে ডিজিটাল বাতাস বইছে। আমার বিশ্বাস, আবারও জমে উঠবে গানের বাজার। সেই প্রত্যাশা থেকেই নতুন করে সিমিএভিকে সাজিয়েছি। ’

২০০৪ সালে এসকে শাহেদ আলীকে সঙ্গে নিয়ে চিত্রনায়ক-প্রযোজক হেলাল খানের হাত ধরে যাত্রা শুরু হয় সিএমভির। ২০০৮ পর্যন্ত এখান থেকে বেরিয়েছে ব্যবসাসফল বেশ কিছু অ্যালবাম।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।