ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পী মহিদুল রাজের ‘খোলা চিঠি’র মোড়ক উন্মোচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
শিল্পী মহিদুল রাজের ‘খোলা চিঠি’র মোড়ক উন্মোচন

ঢাকা: শিল্পী মহিদুল রাজের আধুনিক গানের অ্যালবাম ‘খোলা চিঠি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।



এসময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যালবামে ৮টি আধুনিক গান ও একটি দেশের গান স্থান পেয়েছে। গানগুলোর গীতিকার, সুরকার ও কম্পোজিশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি। একটি গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

শিল্পী মহিদুল রাজ পেশায় সরকারি চাকরিজীবী। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানায়, পিতার নাম নুরুল ইসলাম। ২ ভাই ও ১ বোনের মধ্যে মহিদুল সবার বড়।
মহিদুল ছোটবেলা থেকেই গান করেন। বর্তমানে তিনি টিভি ও মঞ্চে নিয়মিত গান করছেন। ওস্তাদ অনুপ কুমারের কাছে গানের তালিম নিয়েছেন তিনি।

আধুনিক গানের পাশাপাশি সব ধরনের গানই চর্চা করেন মহিদুল।

নতুন অ্যালবামের বিভিন্ন গান সব মোবাইল অপারেটরে ওয়েলকাম টিউন হিসেবেও সেট করতে পারবেন গ্রাহকরা। আর ‘বাংলাদেশ’ শিরোনামে গানের ভিডিও ইউটিউবে দেখা যাবে।

সাংবাদিকদের মহিদুল রাজ বলেন, তার দ্বিতীয় একক অ্যালবামের কাজ চলছে যার কথা ও সুর দিয়েছেন ইথুন বাবু। আগামী ১লা বৈশাখে অ্যালবামটির রিলিজ দেওয়ার ইচ্ছা আছে তার।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।