ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আজো থাকি পথ চেয়ে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
‘আজো থাকি পথ চেয়ে’ এম আর হাসান

ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসছে এম আর হাসানের কণ্ঠে আধুনিক গানের অ্যালবাম ‘আজো থাকি পথ চেয়ে’। এটি তার অভিষেক অ্যালবাম।

 এ নিয়ে তিনি উচ্ছ্বসিত।

অ্যালবামে গান রয়েছে মোট ১০টি। এটি প্রকাশ করছে রিংগার। গাওয়ার পাশাপাশি সব গানের কথা ও সুর এম আর হাসানের। সংগীতায়োজন করেছেন শিহাব রিপন।

আগামী ১৪ ফেব্রুয়ারি গানগুলো ইউটিউবে উন্মুক্ত করা হবে। এগুলোর শিরোনাম হলো- ‘আজো থাকি পথ চেয়ে’, ‘আমাকে ছেড়ে দূরে থেকো না’, ‘নীল বেদনা’, ‘ওরে সোনাবন্ধু জান’, ‘প্রাণহীন দেহ’, ‘সোনাবন্ধু’, ‘ভালবাসা নয়রে দেহে’, ‘ভালোবাসি ভালোবাসি’, ‘শুন্য এ মন’ এবং ‘হে খোদা’। অ্যালবামটি সিডি আকারে বাজারে পাওয়া যাবে আগামী ২০ ফেব্রুয়ারি।

ছোটবেলায় গানের প্রতি আকৃষ্ট হন এমআর হাসান। দেরিতে হলেও একক অ্যালবাম তৈরি করতে পেরে তিনি খুশি। তার কথায়, ‘এ সময়ের রূচির কথা মাথায় রেখেই গানগুলো তৈরি করেছি। প্রতিটি গানই আলাদা মনে হবে শ্রোতাদের, এ বিশ্বাস আছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।