ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১৫ ফেব্রুয়ারি জন্ম শতবর্ষ

দেশ-বিদেশে শাহ আবদুল করিম স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
দেশ-বিদেশে শাহ আবদুল করিম স্মরণ শাহ অাবদুল করিম

লোকগানের কিংবদন্তি সুরস্রষ্ঠা শাহ আবদুল করিমের জন্ম শতবার্ষিকী আগামী ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে দেশ-বিদেশে প্রয়াত এই সংগীতজ্ঞকে স্মরণ করা হবে শ্রদ্ধাভরে।



আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘বাউল আবদুল করিম-এর জন্ম শতবার্ষিকী উৎসব’। ভাটিবাংলা সংস্কৃতি পরিষদ আয়োজন করেছে এই উৎসব। শিল্পকলা একাডেমিতে উৎসবে থাকছে আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান। উৎসব শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত ১০টা অবধি।

‘বাউল সম্রাট’খ্যাত করিমের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেটে সরকারি পৃষ্ঠপোষকতায় তিন দিনের উৎসব হচ্ছে। ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি নগরীর রিকাবী বাজারে জেলা ক্রীড়া ভবনের সামনে এই উৎসব অনুষ্ঠিত হবে।

অন্যদিকে জন্ম শতবার্ষিকী উদযাপন ও বাউল উৎসব হবে লন্ডনের বার্মিংহামে। এর আয়োজন করতে যাচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় উৎসবকে সামনে রেখে একটি স্মরণিকা প্রকাশ করা হচ্ছে। এখানে আবদুল করিমকে নিয়ে লিখেছেন দেশ ও প্রবাসের লেখকরা।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।