ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নারীকেন্দ্রিক ছবি বানাবেন সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
নারীকেন্দ্রিক ছবি বানাবেন সোনম সোনম কাপুর

অভিনয়শৈলী দিয়ে সবার মন জয় করেছেন সোনম কাপুর। এবার নতুন খেতাব যুক্ত করতে যাচ্ছেন নিজের নামের পাশে।

খুব পরিকল্পিতভাবেই সেই পথে পা রাখেছেন বলিউডের এই নায়িকা।

চলচ্চিত্র পরিচালনায় দক্ষতা দেখাতে চান সোনম। আহামরি প্রেম, যুদ্ধ, হিংসার গল্প নয়। নারীকেন্দ্রিক ছবি বানাবেন বলেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন সিদ্ধান্তের পেছনে যুক্তিও বাতলেছেন সোনম।

সোনমের ভাষ্য, ‘আমি পরিচালক হতে চাই। আমার মনে হয়, এই ক্ষেত্রটিতে নারীদের আরও এগিয়ে আসা উচিত। আশা করছি, একজন শক্তিশালী নারীর গল্প নিয়ে অচিরেই একটি ছবি পরিচালনা করবো। ’

৩০ বছর বয়সী এই সুন্দরী এখন ব্যস্ত ‘নির্জা’র প্রচারণা নিয়ে। ছবিটি মুক্তি পাবে ১৯ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।