ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে স্টুডিও ফিফটি এইটের আরাফাত মহসিন

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ভালোবাসা দিবসে স্টুডিও ফিফটি এইটের আরাফাত মহসিন আরাফাত মহসিন

ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নতুন গানে শ্রোতা মাতাচ্ছেন সংগীতশিল্পী আরাফাত মহসীন। দুটিরই সুর ও সংগীতায়োজন করেছেন স্টুডিও ফিফটি এইটের এই শিল্পী।



একটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান। এটি থাকছে ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের উদ্যোগে রেদওয়ান রনি পরিচালিত ১৫ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘বদলে যাওয়ার গল্প’তে। ‘আমি এই শহরে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রাজীব আশরাফ।

‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ কার্যক্রমের নাটক মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘শত ডানার প্রজাপতি’র টাইটেল গানটি আরাফাত নিজেই গেয়েছেন। এর কথা লিখেছেন তন্ময় পারভেজ।

২০১১ সাল থেকে বিশ্ব ভালোবাসা দিবসে নতুন গান এনে বছর শুরু করে স্টুডিও ফিফটি এইট। শুরুটা হয়েছিলো ‘ভালোবাসি তাই’ নাটকের গান দিয়ে। এরপর একে একে ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘অ্যাট এইটিন অলটাইম দৌড়ের ওপর’, ‘ভালোবাসা ১০১’ এবং সর্বশেষ গত বছর ‘মাংকি বিজনেস’ নাটকের গান তৈরি হয় এখান থেকে। এ তালিকায় এবার যুক্ত হলো নতুন দুটি গান।

আরাফাত বাংলানিউজকে বললেন, ‘সব নাটকের গানই শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। এজন্য আমি আনন্দিত। নতুন দুটি গান নিয়েও ভালো সাড়া পাচ্ছি। নাটকগুলো প্রচারের পর ইতিবাচক সাড়া আরও বাড়বে আশা করি। ’

* শত ডানার প্রজাপতি’ নাটকের গান :


বাংলাদেশ সময় : ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।