ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পুত্র’ ছবির সব গান সুজন আরিফের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
‘পুত্র’ ছবির সব গান সুজন আরিফের সুজন আরিফ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাবিনা ইয়াসমিন, বাপ্পা মজুমদার ও মেহরীন- এই তিন তারকা সংগীতশিল্পীর গান পাওয়া যাবে একটি চলচ্চিত্রে। নাম ‘পুত্র’।

সুজন আরিফের সুরে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তারা।  

কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পেলেও সুজন দীর্ঘদিন ধরে সুর করছেন অন্য শিল্পীদের জন্য। সাবিনা ইয়াসমিন, বাপ্পা মজুমদার ও মেহরীনের জন্য সুর তৈরি করে উচ্ছ্বসিত তিনি। ভালো লাগার আরেকটি কারণ হলো- প্রথমবার কোনো চলচ্চিত্রের সব গান তৈরি করছেন সুজন।

‘পুত্র’র জন্য গান লিখেছেন জুলফিকার রাসেল ও ছবিটির পরিচালক সাইফুল ইসলাম মাননু। সংগীতায়োজন করেছেন সোহেল আজিজ ও আজম বাবু। অন্যান্য গানে কন্ঠ দিয়েছেন তাপসী রুমা ও রাতুল।

অটিস্টিক শিশুদের গল্প নিয়ে দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ‘পুত্র’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় এর সার্বিক তত্ত্ব্বাবধানে আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। হারুন রশীদের কাহিনী ও সংলাপে সাইফুল ইসলাম মান্‌নুর প্রথম ছবি ‘পুত্র’। অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, সাবেরী আলম প্রমুখ।

২০০২ সালে প্রিন্স মাহমুদের কথা-সুরে প্রকাশ হয় সুজন আরিফের প্রথম একক অ্যালবাম ‘ও আমার পুতুল’। এরপর ‘প্রেমা তোমায় নিয়ে’ (২০০৬) ও ‘ভালোবাসিরে’ (২০১৫) নামে দুটি একক অ্যালবাম আসে তার। ২০০১ সালে সংগীতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বেনসন অ্যান্ড হেজেস’ বেস্ট পারফর্মার নির্বাচিত হয়েছিলেন সুজন আরিফ।

* ঘুরে দাঁড়িয়েছেন আরিফ


বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।