ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উইন্সলেটের জন্য শুধু মোটা মেয়ের চরিত্র!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
উইন্সলেটের জন্য শুধু মোটা মেয়ের চরিত্র! কেট উইন্সলেট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ৬৯তম আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন কেট উইন্সলেট। ড্যানি বয়েলের পরিচালনায় অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিশ্বস্ত সহকারী জোয়ানা হফম্যান চরিত্রে অভিনয়ের জন্য এই সম্মান পেলেন তিনি।



লন্ডনের রয়েল অপেরা হাউসে ১৪ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে পুরস্কার গ্রহণের সময় কৈশোরের একটি মজার তথ্য জানিয়েছেন উইন্সলেট। তিনি বলেন, ‘আমার বয়স তখন মাত্র ১৪ বছর। এক ড্রামা শিক্ষক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, মোটা মেয়ের চরিত্রে অভিনয়ের মনস্থির করলে আমি ভালো করবো। আর এখন আমাকে দেখুন!’

বাফটা পুরস্কারটি উইন্সলেট সেইসব মেয়েদের উৎসর্গ করেছেন, যারা সমালোচনার রোষানলে পড়ে সংশয়ে ভোগেন। ৪০ বছর বয়সী এই ‘টাইটানিক’ তারকার ভাষ্য, ‘নিজের অভিজ্ঞতার আলোকে আমি মনে করি, শিক্ষক, বন্ধু এমনকি মা-বাবার কারণে কিশোরী, বালিকা, তরুণীরা দমে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে। আমি তাদেরকে বলবো, দমে যাবেন না। আমিও যাইনি। ক্রমাগত এগিয়ে চলেছি। ভয়কে জয় করেছি। নিরাপত্তাহীনতাকে কাটিয়ে উঠেছি। ’

এ নিয়ে তৃতীয়বার বাফটা জিতলেন উইন্সলেট। এর আগে ‘সেন্স অব সেন্সিবিলিটি’ (১৯৯৬) ও ‘দ্য রিডার’ (২০০৯) পুরস্কারটি পাইয়ে দিয়েছিলো তাকে। এবারের আসরে জুলি ওয়াল্টার্স ও রুনি মারাকে হটিয়ে সেরা হয়েছেন তিনি। মনোনীত অন্য অভিনেত্রীদের প্রশংসা করে ২০১৫ সালকে নারীদের জন্য অসাধারণ বছর হিসেবে উল্লেখ করেছেন তিনি। ধন্যবাদ দিয়েছেন জোয়ানাকেও, যিনি নিজের গল্প চমৎকারভাবে বলেছিলেন উইন্সলেটকে।

‘স্টিভ জবস’ ছবির জন্য এর আগে গোল্ডেন গ্লোব জিতেছেন উইন্সলেট। ৮৮তম অস্কারেও সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। যদি পুরস্কার জেতেন তাহলে দ্বিতীয়বার অস্কার ঘরে নেবেন কেট।

বাংলাদেশ সময় : ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।