ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘এ টেম্পেস্ট’ মঞ্চে আনছে সিএটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
‘এ টেম্পেস্ট’ মঞ্চে আনছে সিএটি

মার্টিনিকান তাত্ত্বিক, কবি, নাট্যকার এবং নেগ্রিট্যুড আন্দোলনের অন্যতম পথিকৃৎ এমে সেজায়ারের নাটক ‘এ টেম্পেস্ট’ সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি)। এ বছরের নভেম্বরে এর উদ্বোধনী প্রদর্শনী করবে দলটি।



উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ অবলম্বনে রচিত নাটকটি বাংলা ভাষ্য রচনা করেছেন রায়হান আখতার। পরিকল্পনা ও নির্দেশনায় কামালউদ্দিন নীলু।

নির্দেশকের বক্তব্য- ‘মুক্তির আকাঙ্ক্ষা চিরন্তন। আর সেই মুক্তির আকাঙ্ক্ষাকে উচ্চে তুলে ধরার মাধ্যমে এক মহাকাব্যিক অভিব্যক্তি রচনা করে এই নাটকটি। বিশ্বজুড়ে চলা আগ্রাসন ও জাতিবিদ্বেষকেও প্রশ্নবিদ্ধ করে এই নাটকটি। ’

বাংলাদেশ সময় : ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।