ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মোবাইলে পছন্দের গান শোনা যাবে চাহিদামতো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মোবাইলে পছন্দের গান শোনা যাবে চাহিদামতো

শ্রোতাদের প্রিয় শিল্পীদের বাংলা গান নিয়ে আসছে গান অন ডিমান্ড লিমিটেডের ‘গান অ্যাপ’। এর মাধ্যমে শ্রোতারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে চাহিদামতো পছন্দের গান শুনতে পারবেন যখন-তখন।

 
 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ।   তিনি বলেন, ‘এটি বাংলাদেশের প্রেক্ষাপটে বিপ্লবী সেবা মনে করছি আমি। এই অ্যাপ শুধু প্রথাগত গান শোনার পদ্ধতিতেই পরিবর্তন আনেনি, বরং শিল্পী ও  শ্রোতাদের ক্ষমতায়ন করছে। ’

বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এবং ইয়ং বাংলার কনভেনার নাহিম রাজ্জাক। তার মতে, এটি সংগীত শিল্প ও শ্রোতাদের জন্য একটি নতুন ভোর। এখানে আরও ছিলেন সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু ও এলিটা করিম।

‘গান অন ডিমান্ড লিমিটেড’র ‘গান’ অ্যাপটি হলো স্বাধীন গান শোনার মাধ্যম। এতে শ্রোতারা যে কোনো জায়গায় তাৎক্ষণিকভাবে তাদের অ্যান্ড্রয়েড মোবাইলে বাংলাদেশি অথবা বাংলা গান শুনতে পারবেন।

বাংলাদেশ সময় : ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।