ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিবারের প্রথম জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বিবারের প্রথম জয় জাস্টিন বিবার

প্রথমবার গ্র্যামি জিতলেন বিশ্বসংগীতের সেনসেশন জাস্টিন বিবার। দুই ডিজে স্ক্রিলেক্স ও ডিপলোর সঙ্গে তার গাওয়া ‘হোয়্যার আর ইউ নাউ’ পেয়েছে বেস্ট ড্যান্স রেকর্ডিং পুরস্কার।



গ্র্যামি হাতে পেয়ে ২১ বছর বয়সী এই কানাডিয়ান তারকা টুইটারে লিখেছেন, ‘বিলিবার্স... আমরা পেরেছি! আমি তোমাদের ভালোবাসি। ’ এরপর তিনি সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানে। তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘পারপাস’ বাজারে আসে ১৩ নভেম্বর। তাই গ্র্যামিতে বিবেচনা করা হয়নি এটি। কারণ নিয়ম অনুযায়ী, ২০১৪ সালের ১ অক্টোবর থেকে গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রকাশিত গানগুলো বিচার করা দেওয়া হয়েছে পুরস্কার।

স্ক্রিলেক্স ও ডিপলো হলেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইলেক্ট্রনিক প্রডিউসার। গত বছর প্রকাশিত ‘স্ক্রিলেক্স অ্যান্ড ডিপলো প্রেজেন্ট জ্যাক ইউ’র জন্য গ্র্যামিতে বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম পুরস্কারও জিতেছেন তারা। ডিপলোর প্রকৃত নাম থমাস পেন্টজ। গ্র্যামি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

বিবারের পাশাপাশি প্রথমবার গ্র্যামি জিতেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। বেস্ট পপ সলো পারফর্ম্যান্স ও বেস্ট সং অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন তার গাওয়া ‘থিংকিং আউট লাউড’। বেস্ট পপ সলো পারফর্ম্যান্স বিভাগের পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘মনে হচ্ছিলো আমি জানতাম কি বলবো। কিন্তু আমি জানি না!’

লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৫৮তম আসর। তিন ঘণ্টার এই আয়োজনে ৮০টিরও বেশি বিভাগে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।