ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চঞ্চল ও নাবিলার বাজার-সদাই (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
চঞ্চল ও নাবিলার বাজার-সদাই (ভিডিও) নাবিলা ও চঞ্চল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্রেলারের পর এলো গান। প্রচলিত চলচ্চিত্রের গানের চেয়ে এটি একটু আলাদা।

জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার প্রথম ছবি ‘আয়নাবাজি’র প্রথম গানে পর্দায় হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। কাঁচা বাজারের সেটে চিত্রায়ণ হয়েছে গানটি। গানটির শিরোনামও অন্যরকম, ‘আলু পেঁয়াজের কাব্য’।  

‘আয়নাবাজি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বুধবার সন্ধ্যায় (১৭ ফেব্রুয়ারি) গানটি প্রকাশ হয়েছে। এটি লিখেছেন রাজিব আশরাফ। অর্ণবের সঙ্গীতায়োজনে এতে কন্ঠ দিয়েছেন ওপার বাংলার শান।

কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় ছবির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। ছবির টাইটেল গানটি তৈরি করেছে চিরকুট।

গত বছরের আগস্টে শেষ হয়েছে ছবিটির দৃশ্যধারণ। আগামী মার্চের মধ্যে ছবিটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন অমিতাভ রেজা। চঞ্চল চৌধুরী ও নাবিলা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা।

* ‘আলু পেঁয়াজের কাব্য’ :


বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসও

**  কাজ শেষ হলো, বাজারও ভাঙলো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।