ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

খোন্দকার নূরুল আলম স্মরণে গাইবেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
খোন্দকার নূরুল আলম স্মরণে গাইবেন তারা সুবীর নন্দী ও আবিদা সুলতানা

‘চোখ যে মনের কথা বলে’, ‘এতো সুখ সইবো কেমন করে’, ‘তুমি এমনই জাল পেতেছো সংসারে’, ‘এ অাঁধার কখনও যাবে না মুছে’- কালজয়ী এমন অনেক গানের ‍সুরকার খোন্দকার নূরুল আলম। ৮০ বছর বয়সে গত ২২ জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।

গুণী সংগীতজ্ঞ খোন্দকার নূরুল আলমকে এবার গানে গানে স্মরণ করবেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী সুবীর নন্দী ও আবিদা সুলতানা।

সৈয়দ আবদুল হাদীর উপস্থাপনায় বাংলাভিশনের নিয়মিত সংগীতের আসর ‘গানে গানে দেশে দেশে’র আজকের (১৮ ফেব্রুয়ারি) পর্ব সাজানো হয়েছে খোন্দকার নূরুল আলমের গান দিয়ে। এই গানগুলো পরিবেশন করবেন সুবীর নন্দী ও আবিদা সুলতানা। এর পাশাপাশি থাকবে সংগীত নিয়ে নান্দনিক আলোচনা।

বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘গানে গানে দেশে দেশে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।