ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আফ্রিকানদের কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আফ্রিকানদের কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ (ভিডিও)

জাতিসংঘ শান্তি মিশনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মতো সিয়েরা লিওনে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী কাজের মাধ্যমে সুনাম অর্জন করেছে। তাদের কাজে মুগ্ধ হয়ে হাজার মাইল দূরে পশ্চিম আফ্রিকার দেশটির সাধারণ মানুষ বাংলাদেশকে ভালবেসে বাংলা ভাষাকে নিজেদের দ্বিতীয় ভাষা হিসেবে দিয়েছে বিশেষ মর্যাদার আসন।



বাংলা ও আফ্রিকান ভাষায় সিয়েরা লিওনের শিল্পীরা গেয়েছেন প্রভাতফেরির গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এর কথা লিখেছেন আবদুল গাফফার চৌধুরী, সুর করেছেন আলতাফ মাহমুদ।

সিয়েরা লিওনের শিল্পীদের গাওয়া গানটি নিয়ে দেশের শীর্ষস্থানীয় মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণফোনের উদ্যোগে তৈরি হয়েছে একটি নতুন বিজ্ঞাপনচিত্র। এর নির্দেশনা দিয়েছেন অমিতাভ রেজা।

সিয়েরা লিওনে দ্বিতীয় জাতীয় ভাষা বাংলা। শিল্পীরা উভয় ভাষায় গানটি গেয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি ইউটিউবে এসেছে এটি। এ ছাড়া প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলেও।

* সিয়েরা লিওনের শিল্পীদের কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ :


বাংলাদেশ সময় : ০৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।