ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এশিয়া কাপের থিম সং গাইলেন পান্থ কানাই ও কনা (অডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এশিয়া কাপের থিম সং গাইলেন পান্থ কানাই ও কনা (অডিও) পান্থ কানাই ও কনা

আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এশিয়া কাপ। এ উপলক্ষে স্বাগতিক দেশ হিসেবে একটি থিম সং তৈরি হয়েছে।

দ্বৈত কণ্ঠে এটি গেয়েছেন পান্থ কানাই ও কনা। এর স্থায়ী অংশ হলো- ‘মারে চার মারো ছয়/লাল-সবুজের হবে জয়’।

গানটির কথা লিখেছেন সোহেল আফসান, সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। খেলা চলাকালীন শুরুতে, পানি বিরতি, মধ্যবিরতি ও শেষে এবং আউট হলে গানটি স্টেডিয়ামে বাজানো হবে। এ ছাড়া ফ্ল্যাশ মব করারও পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

কনা বাংলানিউজকে জানান, এর আগে টি২০ বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে অন্য কয়েকজনের পাশাপাশি তিনি ও পান্থ কানাই কণ্ঠ দিয়েছিলেন। তবে তারা দ্বৈত গান গাইলেন এবারই প্রথম।

* গানটি শুনতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময় : ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।