সুজিত সরকারের ‘পিকু’ (অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন) ছবির সংগীত পরিচালক হিসেবে বলিউডে প্রবেশ অনুপম রায়ের। এর সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা আবহ সংগীত বিভাগে পুরস্কার পান তিনি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ম্যায় তেরা ফ্যান হো গ্যায়া’ শিরোনামের একটি গান। বিশাল-শেখরের সুর-সংগীতে এটি গেয়েছেন নাকাশ আজিজ। এ গানের কয়েকটি আঞ্চলিক সংস্করণও তৈরি হয়েছে। এর মধ্যে বাংলা গানটি গাইলেন অনুপম। হিন্দির মতো বাংলা গানেও ‘ফ্যান হো গ্যায়া’ শব্দ তিনটি থাকছে। আর বাংলা গানটা হলো ‘আমি তোর হায়রে ব্যাপক...’!
নিজেকে ভাগ্যবান জানিয়ে অনুপম বলেছেন, ‘আমি যে সত্যিই কী বলব জানি না! আমার সুজিতদার নামটাই প্রথমে মনে পড়ে৷ ‘পিকু’র সুযোগটাও অদ্ভুতভাবে এসেছিল। এরপরেই যে যশরাজ ফিল্মসের সঙ্গে আমার কাজ হবে, বিশেষত যে ছবির নায়ক শাহরুখ খান, সেটা ভাবতেই পারিনি। তাই এখন মনে হচ্ছে আমি সত্যিই ভাগ্যবান। ’
‘ফ্যান’-এর পরিচালক মনীশ শর্মা বললেন, “আমি অনুপমের কাজের সঙ্গে বছর দুই ধরেই পরিচিত। বাংলায় ও যেসব গান তৈরি করেছে সেগুলো আগে শুনেছি। আর ‘পিকু’ ছবিতে দারুণ কাজ করেছে সে। ”
অনুপম এর আগেও অন্যের কথা ও সুরে গেয়েছেন। তবে সংখ্যাটা খুব কম। মুম্বাইয়ে গিয়েই গানটা হাতে পেয়েছেন তিনি। ততোক্ষণে এডিট হয়ে গিয়েছিলো। তাই একটুও এদিক-ওদিক করার সুযোগ ছিলো না। একদম মাপমতো গানটা গাইতে হয়েছে তাকে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
বিএসকে/জেএইচ