কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও তার কন্যা বাঁধন কয়েকটি গান একসঙ্গে গেয়েছেন। আবার তারা দ্বৈত গানে কণ্ঠ দিলেন।
এ গানের কথা লিখেছেন প্রদীপ সাহা। সুর ও সংগীত পরিচালনা করেছেন অনেক জনপ্রিয় গানের সুরকার রাজেশ ঘোষ। তার সুরে গেয়েছেন দেশের জনপ্রিয় অনেক শিল্পী। গেয়েছেন ওপার বাংলার উদিত নারায়ণ, মিতালী মুখার্জিও। আসিফ আকবরের বেশিরভাগ জনপ্রিয় গানের সুরস্রষ্টা তিনি। সাবিনার জন্য গান সুর করে তার অনেকদিনের ইচ্ছাপূরণ হলো।
বাঁধনের নতুন অ্যালবামে রাজেশের সুর করা মোট ৬টি গান থাকছে। তার সুরে জনপ্রিয় গানের তালিকায় উল্লেখযোগ্য মিতালী মুখার্জির ‘জীবন নামের রেলগাড়িটা পায়না খুঁজে স্টেশন’, আসিফের ‘একাকী গভীর রাতে’, ‘বিদায় বন্ধু’, ‘ও পাষাণী’, ‘বাঁচবো না’, আকবরের ‘তোমার হাতপাখার বাতাসে’ প্রভৃতি।
বাংলাদেশ সময় : ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
জেএইচ