ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অসুস্থতায় পুরস্কার দিতে পারলেন না অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
অসুস্থতায় পুরস্কার দিতে পারলেন না অমিতাভ অমিতাভ বচ্চন

বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন অমিতাভ বচ্চন। এ কারণে রোববার (২১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি।

খবরটি নিজেই জানিয়েছেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা।

রোববার নিজের ব্লগে অসুস্থতা প্রসঙ্গে বিগ বি লিখেছেন, ‘শুয়ে আছি। খুব একটা নড়াচড়া করতে পারছি না। তবে এটা তেমন গুরুতর কিছু নয়। জি সিনে অ্যাওয়ার্ডসে যেতে না পেরে এবং বীরু দেবগণকে আজীবন সম্মাননা তুলে দিতে না পেরে খুব খারাপ লাগছে। ’

অমিতাভ আরও লিখেছেন, ‘যখন শরীর অসুস্থ থাকে, তখন মন আর আত্মাও অশান্তিতে থাকে। অসুস্থতার প্রতিটি দিনই দুর্বিষহ। এটা চলছে বহুদিন ধরে। তবে আশা করি সুস্থ হয়ে যাবো। ’

আশির দশকের অ্যাকশন ডিরেক্টর ও প্রযোজক বীরু দেবগণ হলেন বলিউড অভিনেতা অজয় দেবগণের বাবা। ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য জি সিনে অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা প্রদান করা হলো তাকে। অনুষ্ঠানে পুত্রবধূ কাজলকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। বীরুকে পুরস্কার তুলে দেন অজয়ের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক রোহিত শেঠি। এ সময় অজয় ছিলেন বুলগেরিয়ায় নিজের পরিচালিত ‘শিবায়’ ছবির কাজে।

বলিউডে চার দশক ধরে কাজ করছেন অমিতাভ বচ্চন। বীরু দেবগণের পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করে তাকে যত্নবান পরিচালক বলেছেন অমিতাভ। তিনি বলেন, ‘বীরুজির জীবনের গল্প অসাধারণ। স্টান্টম্যান হিসেবে দারুণ ক্যারিয়ার পার করার পর তিনি প্রযোজনা এসেছেন। পরিচালনাও করেছেন, তার পরিচালিত একমাত্র ছবিটিতে আমিও অভিনয় করেছি। আমার বেশিরভাগ অ্যাকশন দৃশ্যে তার সঙ্গে কাজ করেছি। ফলে স্মৃতির জানালায় আছে অসংখ্য মুহূর্ত। ’

অমিতাভের বছরটা শুরু হয়েছে ‘ওয়াজির’ ছবির মাধ্যমে। বক্স অফিসে ভালোই চলেছে এটি। সামনে আসবে সুজয় ঘোষ প্রযোজিত ও রিভু দাশগুপ্ত পরিচালিত ‘তিন’। এতে তার সহশিল্পী বিদ্যা বালান ও নওয়াজুদ্দিন সিদ্দিকি।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।