অভিনেত্রী হলেও রাজনীতির সঙ্গে পারিবারিকভাবে জড়িয়ে আছে মনীষা কৈরালার নাম। পঞ্চাশের দশকের শেষ ও ষাটের দশকের শুরুর দিকে তার দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ছিলেন নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী।
তাই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির জন্য চা চক্রের আয়োজন করেছেন ৪৫ বছর বয়সী মনীষা। বলিউডের এই অভিনেত্রীকে সহযোগিতা করছে ভারতে নেপাল দূতাবাস।
আগামী ২৪ ফেব্রুয়ারি এই চা-চক্রে অভিনেতা জ্যাকি শ্রফ, নির্মাতা সুভাষ ঘাইয়ের মতো বলিউডের পরিচিত কয়েকজনকেও দেখা যাবে।
নেপালের প্রধানমন্ত্রী এখন দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য ভারত সফরে আছেন।
এদিকে ক্যান্সার থেকে সেরে ওঠার পর আগামী মাসে রূপালি পর্দায় ফিরছেন মনীষা। মার্চে মুক্তি পাবে তার অভিনীত তামিল ও কান্নাড়া ভাষার ছবি ‘ওরু মেরিয়া কোদু’। কান্নাড়ায় এর নাম ‘গেম’।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বিএসকে/জেএইচ