নগরবাউল জেমস মানেই নতুন কিছু। ভক্তদের এই বিশ্বাসকে আবারও উসকে দেবেন তিনি।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে জানান, ইংরেজি গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য প্রস্তাব এসেছে। গান পছন্দ হলে এবং অানুষঙ্গিক অন্যান্য শর্ত মিলে গেলে গানটিতে কণ্ঠ দেবেন তিনি। তবে এখনও বিষয়টি চূড়ান্ত নয়। জেমস বলেন, ‘গাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু খবরের পর্যায়ে থাকে না। আগে গেয়ে নিই। ’
জানা গেছে, গল্পের প্রয়োজনে গানটি সাজানো হচ্ছে ইংরেজিতে। এর কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় শওকত আলি ইমন। ‘আমেরিকান ড্রিম’ নামের একটি ছবিতে ব্যবহার করা হবে জেমসের গাওয়া ইংরেজি গানটি। জসিম উদ্দিনের পরিচালনায় এতে অভিনয় করবেন পপি, সাইমন সাদিক ও আইরিন।
এর দৃশ্যধারণ শুরু হবে আগামী ৯ মার্চ। জুলাইয়ে ছবিটির শুটিং হবে নিউইয়র্কে। দেশের পাশাপাশি ইংরেজিতে ডাব করে যুক্তরাষ্ট্রেও মুক্তি দেওয়া হবে ‘আমেরিকান ড্রিম’।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসও/জেএইচ