ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৈয়দ শামসুল হকের গানে রুনা লায়লা ও সুবীর নন্দী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সৈয়দ শামসুল হকের গানে রুনা লায়লা ও সুবীর নন্দী (বাঁ থেকে) সৈয়দ শামসুল হক, রুনা লায়লা ও সুবীর নন্দী

‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘তুমি আসবে বলে কাছে ডাকবে বলে’, ‘এই যে আকাশ এই যে বাতাস’, ‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’- এমন অনেক কালজয়ী গান লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অনেকদিন পর চলচ্চিত্রের জন্য গান লিখলেন তিনি।



এতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সুবীর নন্দী। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গানটি তৈরি হয়েছে শাহ মোঃ সংগ্রাম পরিচালিত ‘বাসর হবে মাটির ঘরে’ ছবির জন্য। গত ২০ ফেব্রুয়ারি ঢাকার মগবাজারে শ্রুতি স্টুডিওতে এর রেকর্ডিং হয়।

গানটি প্রসঙ্গে রুনা বাংলানিউজকে বললেন, ‘এটি মেলোডিয়াস। আলাউদ্দিন আলী অনেকদিন পর কাজ করছেন। সুবীর নন্দীও আমার সঙ্গে বহুদিন পর গাইলো। সবার সঙ্গে কাজ করে ভালো লাগলো। ’

* (বাঁয়ে) আলাউদ্দিন আলী

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জেএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।