বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে জিটিভির কোনো না কোনো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন শ্রাবণ্য। তবে এশিয়া কাপ উপলক্ষে এ চ্যানেলের তিন-তিনটি অনুষ্ঠানে দেখা যাবে তাকে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে এশিয়া কাপ। এদিন থেকে টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত ‘ক্রিকেট হাইলাইটস’, ‘ক্রিকেট ম্যানিয়া’ ও ‘ক্রিকেট এক্সট্রা’য় উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। একেক দিন একেক অনুষ্ঠানে থাকবেন তিনি।
শ্রাবণ্য বাংলানিউজকে জানান, এশিয়া কাপের প্রথম দিন বাংলাদেশ বনাম ভারতের খেলার উল্লেখযোগ্য অংশ নিয়ে তিনি উপস্থাপনা করবেন ‘ক্রিকেট হাইলাইটস’। এটি প্রচার হবে খেলা শেষে।
মডেল-উপস্থাপিকা শ্রাবণ্যর কথায়, “এর আগে ‘ক্রিকেট ম্যানিয়া’ করলে শুধু ‘ক্রিকেট ম্যানিয়া’ই করেছি। বা ‘ক্রিকেট এক্সট্রা’য় থাকলে শুধু ‘ক্রিকেট এক্সট্রা’তেই ছিলাম। এবার চেনা ছকটা থাকছে না। তাই এবার নতুন অভিজ্ঞতা হবে বলে মনে হচ্ছে। ”
বাংলাদেশ সময় : ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জেএইচ