ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেবেশ রায় চৌধুরীর বিশেষ নাট্যকর্মশালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
দেবেশ রায় চৌধুরীর বিশেষ নাট্যকর্মশালা

নতুন নাট্যকর্মী নিচ্ছে প্রাঙ্গণেমোর। এ লক্ষ্যে সাতদিনের বিশেষ নাট্যকর্মশালার আয়োজন করেছে দলটি।

এতে মুখ্য প্রশিক্ষক হিসেবে আছেন ভারতের বিশিষ্ট অভিনেতা-নির্দেশক দেবেশ রায় চৌধুরী। তিনি কলকাতার বহুরূপী নাট্যদলের সঙ্গে সম্পৃক্ত।

প্রাঙ্গণেমোর জানায়, গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে এ কর্মশালা, শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দেবেশ রায়ের পাশাপাশি এতে প্রশিক্ষক দিচ্ছেন পশ্চিমবঙ্গের বহরমপুরের নাট্যদল ঋত্বিকের দলপ্রধান মোহিত বন্ধু অধিকারী, বিপ্লব দে ও সুপর্ণা দে। নাট্যকর্মশালায় অংশগ্রহণ করছেন ৩০ জন নাট্যকর্মী।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।