ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডিক্যাপ্রিওর অস্কারজয়ে ২৮ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ছুটি!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ডিক্যাপ্রিওর অস্কারজয়ে ২৮ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ছুটি! লিওনার্ডো ডিক্যাপ্রিও

মনে রাখুন, ষষ্ঠবারে এসে কপাল খুললো হলিউড হার্টথ্রব লিওনার্ডো ডিক্যাপ্রিওর। অবশেষে অস্কার জিতলেন তিনি।

‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে জনমানবহীন অঞ্চলে ঘুরে বেড়ানো অভিযাত্রী হিউ গ্লাস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

লিও জেতায় ভক্তরা উল্লাসে ফেটে পড়েছে টুইটারে। আনন্দে আত্মহারা সবাই, যেন নিজের মাঝেই নেই তারা! একজন তো দাবি করেছেন, এখন থেকে প্রতি বছরের ২৮ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করে তার অস্কারজয় উদযাপন করা হবে! আরেকজনের মন্তব্য- নিজেকে কখনও হতাশ মনে হলে মনে করুন লিওনার্ডো ডিক্যাপ্রিওর অস্কারজয়ের সময় বেঁচে ছিলেন!

আরেক শুভকাঙ্ক্ষী বললেন, ‘লিওনার্ডো ডিক্যাপ্রিও অস্কার জেতায় খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমার কোনো বন্ধু তার কাঙ্ক্ষিত মেয়েকে পেয়ে গেছে!’ এক মা লিখেছেন, ‘ভাগ্য ভালো আমার সন্তানদেরকে কখনও লিওনার্ডো ডিক্যাপ্রিওর অস্কার মিম সম্পর্কে জানতে হবে না। ’ র‌্যাচেল গ্রিন নামের একজন প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমার প্রথম সন্তানের নাম রাখবো লিওনার্ডো। ’

পুরস্কার গ্রহণের পর জলবায়ু পরিবর্তন নিয়ে রাখা বক্তব্যের জন্যও ডিক্যাপ্রিওকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। টডরিক হল নামের একজন লিখেছেন, ‘আহা কী কথা! শুধু অস্কার জিতেছেন বলে নয়, এমন নিঃস্বার্থ বক্তব্য দেওয়ায় আপনার জন্য গর্ব হচ্ছে লিও। ’

শুধু কি ভক্তরা? তারকারাও ডিক্যাপ্রিওর অস্কারজয় দেখতে উদগ্রীব ছিলেন। দর্শক সারিতে বসে তার ‘টাইটানিক’ ও ‘রেভোল্যুশনারি রোড’ ছবির সহশিল্পী কেট উইন্সলেট ছিলেন উচ্ছ্বসিত, দিয়েছেন হাততালি। জেমস ক্যামেরনের ‘টাইটানিক’-এ প্রেমিকাকে কাঠের টুকরোয় ভাসিয়ে নিজে শীতল জলে জমাট বেঁধে মৃত্যুবরণের পর রোজ বলেছিলো, ‘আই উইল নেভার লেট গো ব্যাক জ্যাক। ’ প্রিয় তারকাকে অভিনন্দন জানাতে গিয়ে এই সংলাপও যুক্ত করে দিচ্ছেন ভক্তরা।

গায়িকা লেডি গাগা অনুষ্ঠানের আগে লিখেছেন, ‘জানি না কী হবে, তবে আমি লিওর পক্ষে। ও দারুণ সব গল্প বলে অনেক বছর ধরে আমাদের আনন্দ দিচ্ছে। এটা ওর প্রাপ্য!’ আরেক গায়িকা অ্যাডেলও শুভকামনা জানিয়েছিলেন তাকে। তার মতে, ‘সবারই তোমাকে ভালো লাগে, কারণ তুমিই সেরা। ’

এর আগে ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ও ‘ব্লাড ডায়মন্ড’ ছবিতে দুর্দান্ত অভিনয় নৈপুণ্য দেখালেও অস্কার মনোনীত হিসেবে শুন্য হাতে ফিরতে হয়েছে ডিক্যাপ্রিওকে। তবে এবার তার জয়টা বহুল প্রত্যাশিত ছিলো। ‘টাইটানিক’ ছবির সেই দৃশ্যটা নিশ্চয়ই ভোলেননি, সেই যে বন্ধুকে নিয়ে জাহাজের একেবারে সামনে এসে মনের খুশিতে জ্যাক (লিওনার্ডো ডিক্যাপ্রিও) বলে উঠেছিলো, ‘আই অ্যাম দ্য কিং অন ওয়ার্ল্ড। ’ এতোদিনে সেই সংলাপ সত্যি হলো তার জীবনে। তিনিই সত্যিই এখন রাজা!

‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে হিউ গ্লাসের শত্রু ফিৎজেরাল্ড (টম হার্ডি)। তার বিরুদ্ধে পুত্র হত্যার প্রতিশোধ নিতে ভালুকের আঘাতে জর্জরিত হওয়ার পরও বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যায় গ্লাস। গল্পটা এমন বলেই লালগালিচায় ডিক্যাপ্রিও আর টম হার্ডিকে পাশাপাশি দাঁড়াতে দেখে হৈ চৈ পড়ে যায়!

পুরস্কার পাওয়ার পর টম হার্ডিকে ধন্যবাদ দেন ডিক্যাপ্রিও। তার মতে, সহশিল্পী আর পরিচালকের সহযোগিতা আর বন্ধুত্বের জন্যই পর্দায় মন ভরানো অভিনয় দেখাতে পেরেছেন তিনি। তার মতে, ‘দ্য রেভেন্যান্ট’ হলো প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক।  


বাংলাদেশ সময় সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে পুরস্কারটি গ্রহণ করেন ডিক্যাপ্রিও। একই ছবির জন্য আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু হয়েছেন সেরা পরিচালক। টানা দ্বিতীয়বার এ সম্মান পেলেন তিনি।

বাংলাদেশ সময় : ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

* স্পটলাইটের অস্কার, ডিক্যাপ্রিওর অস্কার
* এবারের অস্কার বিজয়ীদের তালিকা
* অবশেষে অস্কার জিতলেন ডিক্যাপ্রিও
* অস্কারে সেরা ছবি ‘স্পটলাইট’
* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।