ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় আসছেন র‌্যাপার বাদশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ঢাকায় আসছেন র‌্যাপার বাদশা বাদশা

ক’দিন আগে ঢাকার শ্রোতাদের গান শুনিয়ে গেলেন ভারতীয় সংগীতশিল্পী পাপন। সিগন্যাল ইভেন্টসের আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো এসেছিলেন তিনি।

তারা এবার আয়োজন করছে ‘বাদশা লাইভ ইন কনসার্ট ঢাকা’র। এতে সংগীত পরিবেশন করতে আসছেন ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা।

আয়োজকরা জানান, হানি সিংয়ের পর র‌্যাপশিল্পী হিসেবে বাদশা বেশ আলোচিত এখন। ঢাকায় প্রথমবারের মতো তার পরিবেশনা উপভোগ্য হবে বলেই আশাবাদ তাদের।

সিগন্যাল ইভেন্টস জানায়, বাদশা আগামী ১৫ এপ্রিল সন্ধ্যায় ঢাকার শ্রোতাদের গান শোনাবেন। কনসার্টের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে টিকিট।

বলিউডের বিভিন্ন ছবির জন্য গান তৈরি করেছেন বাদশা। এর মধ্যে রয়েছে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির ‘স্যাটারডে স্যাটারডে’, ‘অল ইজ ওয়েল’-এর ‘চার শনিবার’, ‘খুবসুরত’ ছবির ‘আভি তো পার্টি শুরু হ্যায়’ প্রভৃতি। বাদশার জনপ্রিয় সিঙ্গেলসের মধ্যে অন্যতম ‘ডিজে ওয়ালে বাবু মেরা গানা বাজা দো’। এতে তার সহশিল্পী আস্থা গিল।  

* ‘ডিজেওয়ালে বাবু’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১২১০ ঘন্টা, মার্চ ০৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।