ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশের ব্যান্ড এপিরাসের বলিউডযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
বাংলাদেশের ব্যান্ড এপিরাসের বলিউডযাত্রা এপিরাস ব্যান্ডের সদস্যরা

বাংলাদেশের ব্যান্ড এপিরাস। দেশের গন্ডি পেরিয়ে বাইরেও সমাদৃত হচ্ছে তাদের কাজ।

এবার বলিউডে অভিষেক হলো এপিরাসের। করণ জোহর প্রযোজিত ‘কাপুর অ্যান্ড সানস’ ছবিতে থাকছে এপিরাসের গান।

শনিবার (৫ মার্চ) দুপুরে বাংলানিউজ কার্যালয়ে এসেছিলেন এপিরাসের তিন সদস্য সামী, সাফি ও অ্যান্ডি। তারা জানান, শুক্রবার ইউটিউবে উন্মুক্ত হয়েছে এপিরাসের নতুন গানটি। এর শিরোনাম ‘বুদ্ধু সা মান’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিক ও আমাল মালিক। অভিরূচি চাঁদের কথায় এর মিউজিক কম্পোজার আমাল মালিক। সং অ্যারেঞ্জ অ্যান্ড প্রোগ্রাম করেছে এপিরাস। গানটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, ফাওয়াদ খান ও ঋষি কাপুর। আগামী ১৮ মার্চ মুক্তি পাবে ‘কাপুর অ্যান্ড সানস’।

এর আগে আতিফ আসলামের ‘জিন্দেগি আ রাহা হু ম্যায়’ গানটির সঙ্গেও যুক্ত ছিলো এপিরাস ব্যান্ড। ভিডিওতে পুরো গানে নেচে, শারীরিক কসরত দেখিয়ে দর্শক মাতান ‘হিরোপান্তি’ তারকা টাইগার শ্রফ। এ গানের বরাতেই বলিউড থেকে ডাক আসে এপিরাসের।  

বলিউডে অভিষেকে উচ্ছ্বসিত এপিরাসের সদস্যরা। আন্তর্জাতিক অঙ্গনে তারা আরও উল্লেখযোগ্য কাজ উপহার দিতে চান। দেশের শিল্পীদের সঙ্গেও তাদের নিয়মিত কাজ হচ্ছে। কিছুদিন পর জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন ও তাহসানের অ্যালবামেও প্রকাশিত হবে এপিরাসের সংগীত।  

* ‘কাপুর অ্যান্ড সানস’ ছবির ‘বুদ্ধু সা মান’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।