ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিলম্বে তারেক মাসুদ উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
বিলম্বে তারেক মাসুদ উৎসব তারেক মাসুদ

অকাল প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন (৬ ডিসেম্বর) উপলক্ষে চলচ্চিত্র উৎসব হয়ে থাকে। তবে এবারের আয়োজন শুরু হচ্ছে বিলম্বে।

এতে থাকছে তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ চলচ্চিত্রের প্রদর্শনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ জানান, আগামী ১২ ও ১৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তৃতীয় তারেক মাসুদ উৎসব’। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সহযোগিতায় উৎসবের প্রথম দিন থাকছে তারেক মাসুদ স্মারক বক্তৃতা।

এবারের বক্তৃতার শিরোনাম ‘হলিউডের প্রাচ্যদর্শন’। এখানে ব্যখ্যা করা হবে হলিউড প্রাচ্যকে কীভাবে দেখে, পাশ্চাত্য কীভাবে স্টেরিওটাইপ ধারণার মধ্য দিয়ে প্রাচ্যের চলচ্চিত্রকে বিশ্লেষণ করে।

প্রাসঙ্গিক ভিজ্যুয়ালসহ বক্তৃতা উপস্থাপন করবেন তারেক মাসুদের বন্ধু ও সহযোদ্ধা কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বীরেন দাশ শর্মা।  স্মারক বক্তৃতার আগে তার পরিচালনায় ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন’ (৯ ও ১০ মার্চ) এবং ‘চিত্রনাট্য রচনা’ (১১ ও ১২ মার্চ) বিষয়ক দুটি কর্মশালা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।