ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন কঙ্গনার বোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
এসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন কঙ্গনার বোন (বাঁ থেকে) কঙ্গনা রনৌত ও রঙ্গোলি

বড় বোন রঙ্গোলিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আভাস দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। এজন্য বোনের জীবনের স্বত্ত্ব চেয়েছেন তিনি! রঙ্গোলির সঙ্গে কথাও বলেছেন এ নিয়ে।



আন্তর্জাতিক নারী দিবসে ফেমিনা ম্যাগাজিনের নতুন প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে কঙ্গনা বললেন, ‘ওকে বললাম তোমার গল্প নিয়ে কাজ করবো। তাই তোমার জীবনের স্বত্ত্ব চাই। ও বললো, এ ছবি নাকি বিরাট ফ্লপ হবে!’

কঙ্গনার মতে, তার চেয়েও রঙ্গোলির জীবনটা নানান চড়াই-উতরাইয়ে ভরা। হতবাক করা ব্যাপার হলো, এসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন তার বোন। তবে সেই দুঃসময় কাটিয়ে উঠেছেন তিনি।

এসিডের কারণে একটি কানের শ্রবণশক্তি হারিয়েছেন রঙ্গোলি। এ ছাড়া এক চোখের ৯০ শতাংশ দৃষ্টি নষ্ট হয়ে গেছে। তার শরীরে ৫৭বার অস্ত্রোপচার করতে হয়েছে। তিনি বলেছেন, ‘আমার বোন আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। অ্যাসিড আক্রান্ত হওয়ার আগের চেয়েও আমি এখন অনেক আত্মবিশ্বাসী। নিজের শক্তি ও দুর্বলতার কথা জানি আমি। ওই ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। ’

‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা। তার মতে, সমাজে নায়কদের সম্পর্কে উপলব্ধি পরিবর্তন হওয়া দরকার। তিনি বলেন, ‘যে আমার বোনের ওপর এসিড ছুঁড়েছে, তার ধারণা এটা নায়কোচিত কাজ! চলচ্চিত্রে এ ধরনের উক্ত্যক্তকারী কিংবা পাগল প্রেমিকের উপস্থিতি পাওয়া যায়। প্রত্যাখ্যান হলে ছেলেরা নিজেদেরকে বিষাদময় ধরে নেয়। তাই নায়কদের উপলব্ধির পরিবর্তন প্রয়োজন। ’

কঙ্গনার কাজকর্মের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন রঙ্গোলি। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান চালুর ইচ্ছে আছে তার। রঙ্গোলির ইচ্ছে, প্রথম প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন কঙ্গনা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।