ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যোধপুর আদালতে সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
যোধপুর আদালতে সালমান সালমান খান

গত বছরের ১০ ডিসেম্বর ‘হিট অ্যান্ড রান’ মামলা থেকে অব্যাহতি পেলেও বেআইনি অস্ত্র মামলা থেকে এখনো রেহাই পাননি সুপারস্টার সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যা ও বেআইনি অস্ত্র মামলার জবানবন্দি দিতে বৃহস্পতিবার (১০ মার্চ) যোধপুর আদালতে হাজির হয়েছেন বলিউডের এই সুপারস্টার।



১৮ বছর ধরে চলে আসা এই মামলার জবানবন্দি দিতে বৃহস্পতিবার সকালে যোধপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। ১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত  ‘হাম সাথ সাথ হ্যায়’-এর দৃশ্যধারণ চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সল্ল‍ু সহ আরো কয়েকজন বলিউড অভিনেতার বিরুদ্ধে।

সালমানের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখারও অভিযোগ ওঠে। তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল তার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সে সময় পুলিশের কাছে সালমানের বিরুদ্ধে সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগও দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।