ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলা গানে যোগ হচ্ছে ‘গোলকধাঁধা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
বাংলা গানে যোগ হচ্ছে ‘গোলকধাঁধা’

বাংলা গানে যোগ হচ্ছে ‘গোলকধাঁধা’। এটি  বাংলাদেশি গানের নতুন দল।

বাংলা গানকে সময়োপযোগী ঢঙে উপস্থাপনের মাধ্যমে প্রচলিত ধারাকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তোলাই দলটির উদ্দেশ্য।

শিগগিরই প্রকাশ হচ্ছে দলটির প্রথম অ্যালবাম। এর নামও ‘গোলকধাঁধা’। এতে থাকছে মোট সাতটি গান। এর মধ্যে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর গান। বাকিগুলোর কথা ও সুর করেছে ব্যান্ডের সদসরাই।

দলটির অন্যতম সদস্য মনা সেন জানান, সব গানই বিষয়ভিত্তিক, রয়েছে মাদকবিরোধী বিষয়ে গান। সময় ও প্রযুক্তির কথা বিবেচনা করে অ্যালব্যামটি মুক্তি পাবে অনলাইনে।

গোলকধাঁধার লাইনআপ : মনা সেন (কণ্ঠ, গিটার), অদিতি (কণ্ঠ), রাসেল রহমান (বেজ গিটার), অর্ক  (কী-বোর্ড) ও সাগর (ড্রামস)।

বাংলাদেশ সময় : ০৯০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।