ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন মাস্টার অব সিরিমনিস

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
নতুন মাস্টার অব সিরিমনিস লঁহো লফেঁ

আবার মুখর হয়ে উঠতে যাচ্ছে ফ্রান্সের সাগরঘেষা শহর কান। আগামী ১১ মে শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবার বসছে এর ৬৯তম আসর। এই আয়োজনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের উপস্থাপককে বলা হয় ‘মাস্টার অব সিরিমনিস’। এবার এ দায়িত্ব পেয়েছেন ফরাসি অভিনেতা-কমেডিয়ান লঁহো লফেঁ।

গত দুই আসরের উদ্বোধনী ও সমাপনী আয়োজন উপস্থাপনা করেন আরেক ফরাসি অভিনেতা ল্যাম্বার্ট উইলসন। এবার আয়োজকরা বেছে নিলেন নতুন একজনকে। উদ্বোধনী আয়োজনে লফেঁ স্বাগত জানাবেন উৎসবের জুরি প্রধান জর্জ মিলারকে। ২২ মে সমাপনী আয়োজনও উপস্থাপনা করবেন লঁহো।

লঁহো লফেঁর ক্যারিয়ার শুরু হয় নব্বই দশকে। লঁহো লফেঁ, অ্যাজ ইটস নেম ইন্ডিগেটস’ শিরোনামের একক প্রদর্শনীর বিপুল সাফল্যের সুবাদে তার ক্যারিয়ারের পালে হাওয়া লাগে। ২০১১ সালে ২৫তম মলিয়ের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মাস্টার অব সিরিমনিস ছিলেন তিনি।

২০১৩ সালে ‘লাভ পাঞ্চ’ ছবিতে পিয়ার্স ব্রসন্যান ও এমা থম্পসনের সঙ্গে দেখা যায় লঁহোকে। সম্প্রতি শেষ করেছেন ডাচ নির্মাতা পল ভারহোভেনের ‘এল’ ছবির কাজ। এখন হাতে আছে আলবার্ট ডুপনতেলের ‘গুডবাই আপ দেয়ার’। সামনে অভিনয় করবেন মারজান সাতরাপির ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব দ্য ফকির হু গট ট্র্যাপড ইন ইন ইকিয়া ওয়্যারড্রব’। এটি তৈরি হবে গোমা পুয়ের্তোলসের উপন্যাস অবলম্বনে। এতে তার সহশিল্পী থাকছেন হলিউড অভিনেত্রী উমা থারম্যান ও ভারতীয় অভিনেতা ধানুষ।

বাংলাদেশ সময় : ১২০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।