ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকায় শিবলী ও নীপার নৃত্যনাট্য ‘মহুয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আমেরিকায় শিবলী ও নীপার নৃত্যনাট্য ‘মহুয়া’

আমেরিকার ডালাস রাজ্যের একাডেমি অব বাংলা আর্টস অ্যান্ড কালচারের উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মঞ্চস্থ হয় বাংলাদেশের জনপ্রিয় দুই নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার অংশগ্রহণে জনপ্রিয় লোকজ নৃত্যনাট্য ‘মহুয়া’।



ডালাসে বসবাসরত প্রায় ৩০ জন বাংলাদেশি ছাত্রছাত্রী কর্মশালার মাধ্যমে ‘মহুয়া’ নৃত্যনাট্যে অংশগ্রহণ করে। শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ ও আবুল হাসান তপন ডালাসে তিন সপ্তাহব্যাপী এই নৃত্য কর্মশালা পরিচালনা করেন। স্থানীয় ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে নৃত্যনাট্যে নৃত্য পরিবেশনের এই উদ্যোগ খুবই ব্যতিক্রম। নৃত্যনাট্যটি পরিচালনা করেন শামীম আরা নীপা।

নৃত্যনাট্য ছাড়া ডালাসে প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরার পরিচালনায় গানের একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি স্থানীয় শিল্পীরা সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ডালাসের সিটি পারফরমেন্স হলে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রেসিডেন্ট রাশেদ হোসাইন। প্রতি বছর একাডেমির উদ্যোগে স্থানীয় বাংলাদেশি ছেলেমেয়েদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময় : ২০৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।