ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইরফান খান এখন ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ইরফান খান এখন ঢাকায় ইরফান খান/ছবি-নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুখভর্তি দাঁড়ি, কলাপাতা রঙের ব্লেজার, স্কার্ফ, ছাইরঙা ক্যাপ, দুই কানে দুল, পুরনো আমলের রোদচশমা- এই হলো ইরফান খানের সাজসজ্জা। ঠিক এই বেশে সকাল সকাল ঢাকায় এসে হাজির উপমহাদেশের বিখ্যাত এই অভিনেতা।




বুধবার (১৬ মার্চ) বেলা ১১টা ২৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন ইরফান। বোঝাই যাচ্ছে, ছবির প্রয়োজনে দাঁড়ি রেখেছেন জনপ্রিয় এই অভিনেতা। সকাল ৮টার জেড এয়ারওয়েজের বিমানে মুম্বাই থেকে রওয়ানা হন তিনি। ইরফানকে রিসিভ করার জন্য বিমান বন্দরে অপেক্ষায় ছিলেন বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।  


ফারুকীর পরিচালনায় ‘ডুব’ ছবিতে অভিনয়ের জন্যই ইরফানের এই ঢাকা সফর। আগামী ২০ মার্চ থেকে শুরু করে এর চিত্রায়ন হবে টানা ২৫ এপ্রিল পর্যন্ত। ছবিতে ইরফানের পাশাপাশি অভিনয় করবেন রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র প্রমুখ।


৪৯ বছর বয়সী অভিনেতা ইরফানের এটি প্রথম বাংলাদেশে আগমন। ‘ডুব’ ছবির জন্য তিনি বাংলা শিখছেন। বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে ভাঙা ভাঙা বাংলায় কথা বলেন তিনি। ইরফান জানান, ফারুকীর মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের সঙ্গে পরিচিত তিনি। ‘ডুব’ ছবিটিতে তার চরিত্র পছন্দ হওয়ার কারণেই অভিনয়ে রাজি হয়েছেন ইরফান।


‘ডুব’কে বলা হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র। ইংরেজি নাম ‘দ্য বেড অব রোজেস’। এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ ও ইরফান খান স্বয়ং।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসও

** আমার বাংলায় মুগ্ধ হবেন বাংলাদেশিরা: ইরফান খান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।