ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় অনিল বাগচীর চার দিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ঢাকায় অনিল বাগচীর চার দিন! ‘অনিল বাগচীর একদিন’ ছবির দৃশ্য

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি দর্শকমহলে সমাদৃত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম।

বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়ার পর এটি বিভিন্ন উৎসবে প্রদর্শিত হচ্ছে। ঢাকার দর্শকেরা আবারও ছবিটি উপভোগ করতে পারবেন।

জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে টানা চারদিন দেখানো হবে ছবিটি। আগামী ২০-২৪ মার্চ পর্যন্ত ছবিটির ১৬টি প্রদর্শনী হবে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। প্রতিদিন থাকবে ৩টি করে প্রদর্শনী হবে বিকেল ৩টা, ৫টা ও রাত ৭টায়।

‘অনিল বাগচীর একদিন’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরেফ সৈয়দ। আরও আছেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।