ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্ব পুতুলনাট্য দিবসে শিল্পকলা একাডেমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বিশ্ব পুতুলনাট্য দিবসে শিল্পকলা একাডেমি

আগামীকাল ২১ মার্চ বিশ্ব পুতুল নাট্য দিবস। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।



জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে বিকেল সাড়ে ৩টায় থাকছে জলপুতুল পাপেট দলের পরিচালনা ও পরিবেশনায় সাধারণ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের অংশগ্রহণে কর্মশালা। সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল হলের সামনে দলটি পরিবেশন করবে উন্মুক্ত পাপেট প্রদর্শনী।

এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বিশ্ব পুতুল নাট্য দিবস আলোচনা ও সম্মাননা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন সৈয়দ জামিল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ড. রশীদ হারুন।

এ বছর পুতুল নাট্য সম্মাননা পাচ্ছেন কুষ্টিয়ার শিল্পী আব্দুল কুদ্দুস। অভিজ্ঞতা বর্ণনা করবেন পুতুলনাট্য শিল্পী জরিনা বেগম, খেলু মিয়া ও বলরাম রাজবংশী। আলোচনা ও সম্মাননা প্রদান শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় পরিবেশিত হবে ঐতিহ্যবাহী পুতুল নাট্য।

২০১৩ থেকে প্রতি বছর ২১ মার্চ বিশ্ব পুতুলনাট্য দিবস উদযাপন এবং প্রতি বছর একজন শিল্পীকে সম্মাননা প্রদান করছে শিল্পকলা একাডেমি। এ ছাড়া ২০১৩ সালে ইন্দোনেশিয়ার জার্কাতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘বাংলাদেশের গল্প’ শীর্ষক পুতুলনাট্য ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে অংশগ্রহণ করে অর্জন করেছে বেস্ট ট্র্যাডিশনাল মিউজিক্যাল পাপেট শো অ্যাওয়ার্ড। এ ছাড়া বেস্ট সিন ডিজাইন বিভাগে মনোনয়ন পান। ২০১৪ সালে সাতক্ষীরার একটি নারী পুতুলনাট্য দল অংশ নিয়েছে ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে।

বাংলাদেশ সময় : ১৪০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।