ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী

এক ভিন্ন রোমিও-জুলিয়েট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এক ভিন্ন রোমিও-জুলিয়েট

ঢাকা: বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ প্রতিবন্ধী। সমাজে নানাভাবে উপেক্ষিত মানুষগুলোর জন্য বলতে গেলে ভিন্ন কোনো ব্যবস্থা রাষ্ট্রের নেই।

তাই মানুষ হয়েও অবাঞ্চিত হয়েই বেঁচে থাকতে হয় তাদের।

তবে এবার থিয়েটার মঞ্চ কাঁপাবেন এই প্রতিবন্ধী সমাজের কিছু প্রতিনিধি। তাও যে সে নাটক নয়, রীতিমতো বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত রোমিও-জুলিয়েট নিয়েই মঞ্চ উঠবেন তারা।

উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী স্মরণীয় করে রাখতে ঢাকা থিয়েটার ও যুক্তরাজ্যের প্রায়ে থিয়েটার যৌথভাবে ৭৫ মিনিটের এ নাটক ‘এ ডিফারেন্ট রোমিও-জুলিয়েট’ মঞ্চস্থ করছে ব্রিটিশ কাউন্সিল।

আগামী ২৮ ও ২৯ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটি প্রথমবারের মত মঞ্চায়িত হবে।

রোববার (২০ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক ছাড়াও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ম্যাট পিউসে, গ্রায়ে থিয়েটার কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর জেনি সিইলি, ঢাকা থিয়েটারের প্রধান নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ জন মেধাবী প্রতিবন্ধী শিল্পী এ নাটকটি মঞ্চায়ন করবেন। যা নাটকটিকে অভিনব করে তুলেছে। নাট্যনির্দেশক ও ঢাকা থিয়েটারের পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে যৌথভাবে নাটকটিতে নির্দেশনা দিয়েছেন গ্রায়ে থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর জেনি সিইলি।

অ্যালিসন ব্লেক বলেন, যুক্তরাজ্যের মহান লেখক শেক্সপিয়ার নিশ্চিত করেছিলেন, তার লেখা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। ব্রিটিশ কাউন্সিল তার চারশ’তম তিরোধানবার্ষিকী স্মরনীয় করে রাখতে আরো এক ধাপ এগিয়ে তারই এক কীর্তির বাংলাদেশি রুপান্তর ঘটিয়েছে ‘অন্যরকম রোমিও ও জুলিয়েট’ প্রযোজনার মধ্য দিয়ে।

তিনি বলেন, এ বছর কমনওয়েলথ দিবসের প্রতিপাদ্য ছিলো ইসক্লুসিভ কমনওয়েলথ বা সকলের অন্তর্ভুক্তি। প্রতিবন্ধী বাংলাদেশি শিল্পীদের পরিবশনা সেই অন্তর্ভুক্তির উদাহরণ। এটা একইসঙ্গে জানান দিলো যে, কোনো অজুহাতেই কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। আমার বিশ্বাস, এই প্রযোজনা শুধু শিল্প নয়, সকলের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

ম্যাট পিউসে বলেন, শেক্সপিয়ার লিভস এ বছর ব্রিটিশ কাউন্সিলের একটি বৈশ্বিক সাংস্কৃতিক কর্মসূচি। শেক্সপিয়ারের ভাষার মাধ্যমে এটা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সাংস্কৃতিক বিনিময় ঘটাবে। বাংলাদেশে আমাদের প্রধান কর্মসূচির মধ্যে অন্যতম ‘ডিফারেন্ট রোমিও-জুলিয়েট’। প্রতিবন্ধী শিল্পীদের মঞ্চায়িত নাটকটি ভালোবাসা পাওয়া ও দেওয়ার অধিকারের ক্ষেত্রে জীবন সম্পর্কে মানুষের উপলব্ধি পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঞ্চের কর্মশালার সাহায্যে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ও তাদের সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে ও নিজেদের সম্পর্কে আরও উচ্চ ধারণা পোষণে ২০১৩ সালে এ প্রকল্পটি শুরু করে ব্রিটিশ কাউন্সিল। এ বছর শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট মঞ্চায়নের মাধ্যমে এ নাট্যকারের ৪০০তম মৃত্যুবার্ষিকী স্মরণ করা হবে।

পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি-বাংলাদেশ), বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক), বাংলাদেশ রিফর্ম ইনিশিয়েটিভস ফর ডেভেলপমেন্ট, গভর্ন্যান্স অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ব্রিজ) ও গ্রায়ে থিয়েটারের শিল্পীরা এ নাটক মঞ্চায়ন করবেন।

ব্রিটিশ কাউন্সিল এ প্রকল্পটি বৈশ্বিকভাবেও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। ঢাকায় মঞ্চায়নের পরে আরও পাঁচটি শহরে এটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশজুড়ে টেলিভিশনে প্রদর্শন, বিভিন্ন উৎসব ও প্রদর্শনীতে প্রকল্পের যাত্রা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে ব্রিটিশ কাউন্সিল।

এ প্রকল্প জাতীয় ও আন্তর্জাতিকভাবে ৫০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জেপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।