ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চিরবিদায় দিতি, ফেসবুকে শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
চিরবিদায় দিতি, ফেসবুকে শোক

সবকিছু কেমন এলোমেলো হয়ে স্মৃতির জানালায় উঁকি দিয়ে যাচ্ছে সবার। যাদের সঙ্গে পারভীন সুলতানা দিতির সময় কেটেছে।

যারা কাজ করেছেন প্রয়াত এই অভিনেত্রীর সঙ্গে। এখন তাদের কার না মনে পড়ছে দিতির সঙ্গে স্মৃতিগুলো। তাদের দু’চোখের পাতা ভিজিয়ে দিচ্ছে সেসব মুহূর্ত।

দীর্ঘদিন মস্তিষ্কের টিউমারের সঙ্গে লড়াই করে হেরে গেছেন দিতি। রোববার (২০ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণার পর থেকে শোক ভারি করে তুলেছে বিনোদন আঙিনা। না ফেরার দেশে চলে যাওয়ার পর তার অভিনীত চলচ্চিত্র ও নাটকের শিল্পী, নির্মাতা, কলাকুশলীরা বিষাদগ্রস্ত। সবার চাওয়া সৃষ্টিকর্তা তাকে বেহেশত নসীব করুক।

‘দুই জীবন’ ছবিতে ‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানে ঠোঁট মেলান দিতি। এতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা। তিনি লিখেছেন, ‘বিদায় দিতি। সৃ্ষ্টিকর্তা তোমাকে জান্নাতের বিশেষ স্থানে রাখুন। সবসময় তোমার শুন্যতা অনুভব করবো। ’

এ গানের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সঙ্গে শেয়ার করেছেন ‘গেস্ট হাউস’ টেলিছবির ইউটিউব লিংক। এতে তার সঙ্গে অভিনয় করেন দিতি। এ ছাড়াও ছিলেন হুমায়ুন ফরীদি, আলী যাকের ও আসাদুজ্জামান নূর। সুবর্ণা বলেন, ‘দিতিকে মনে পড়ছে। শুটিংয়ে অনেক মজা করেছিলাম। শান্তিতে থাকো আমার সুন্দরী বন্ধু। ’

নাট্যকার মাসুম রেজা লিখেছেন, “দিতি আপা আমার ‘ভবের হাট’ নাটকে অভিনয় করেছিলেন। তাকে কুষ্টিয়া্র আঞ্চলিক ভাষা শেখাতে তেমন সময় লাগেনি। তিনি সুঅভিনেত্রী বলে সহজেই তুলে নিয়েছিলেন। নাটকে তিনি তার নিরুদ্দেশ স্বামীর জন্যে অপেক্ষা করতেন আর কাঁদতেন। একদিন তিনি সবার চোখ ফাঁকি দিয়ে নিজেও নিরুদ্দেশে যান। তেমন নিরুদ্দেশেই তিনি চলে গেলেন আজ। ভালো থাকবেন দিতি আপা। ”

চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা লিখেছেন, ‘আমাদের বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন পারভীন সুলতানা দিতি আমাদের কাছ থেকে চলে গেছে না ফেরার দেশে। তাকে হারিয়ে আমরা সব শিল্পীরা শোকাহত। ও আমার খুব কাছের একজন মানুষ ছিলো। আমার প্রযোজনা ও অঞ্জনা ফিল্মস পরিবেশিত ‘শ্বশুর বাড়ি’ ছবিতে দিতি অনবদ্য অভিনয় করে। ছবিটি অনেক ব্যবসায়িক সাফল্য পায়। এই তো গত বছর দিতির জন্মদিনের অনুষ্ঠানে আমরা সবাই কতো আনন্দ করলাম। ’ ওই অনুষ্ঠানের একটি ছবিও পোস্ট করেছেন অঞ্জনা।

দিতির কয়েকটি ছবি পোস্ট করে ছোটপর্দার অভিনেতা কল্যাণ কোরাইয়া তাকে উল্লেখ করেছেন মা হিসেবে। তিনি লিখেছেন, ‘তোমাকে খুব মিস করবো। মান, অভিমান, ঘৃণা, আদর, ভালোবাসা, নানান কাজে তিনি নিয়মিত কাজ করেছেন লম্বা সময়। মা-ছেলে হয়ে। সত্যি বলতে আমি মন থেকে পারভীন সুলতানা দিতি আপকে সবসময় আমার মা ভেবেছি, এখনও ভাবি। যদি স্বর্গে ফোন থাকতো তাহলে তার কণ্ঠ শেষবারের মতো শুনতে পারতাম। তোমাকে ভালোবাসি দিতি আপু। ’

সর্বশেষ ‘সুইটহার্ট’ ছবিটি মুক্তি পেয়েছে দিতির। এর নাম ভূমিকায় দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে। তিনি বলেছেন, ‘দিতি আন্টি আমরা তোমাকে মিস করবো। তোমার আত্মার শান্তি হোক। ’ চলচ্চিত্রের উঠতি নায়িকা শিরিন শীলা লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় মানুষের চলে যাওয়াটা আসলে অনেক কষ্টের। তারপরও মেনে নিতে হয়। কিছু করার নেই দোয়া করা ছাড়া। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে বেহেস্ত দান করুন। ’

দিতির মৃত্যু ফেসবুকে সক্রিয় করেছে অভিনেত্রী লারা লোটাসকে। তিনি বললেন, ‘গত ১১ ফেব্রুয়ারি আমার জন্মদিনের পর থেকে কোনো স্ট্যাটাস দেইনি। কিন্তু আজ নিজেকে ধরে রাখতে পারলাম না। ’ যোগ করে দিতিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘মানুষ বলবে আপনি নেই। কিন্তু আমি এটা বিশ্বাস করবো না। সবসময় স্নেহভাজন, যত্নশীল, মনোমুগ্ধকর এবং ব্যক্তিত্ববান মানুষ হিসেবে আমার হৃদয়ে ও স্মৃতিতে থাকবেন আপনি। এ কারণেই যারা চলে যান তাদেরকে দেখতে যাই না। তা না হলে আমার স্মৃতি বদলে যেতে পারে। শান্তিতে থাকুন দিতি আপু। আপনাকে অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। আল্লাহ আপনাকে জান্নাত দিন। ’

অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের মতে, ‘দিতি আন্টি, আমরা কেউ তোমার মতো হতে পারবো না। ’ আরেক অভিনেত্রী শানারৈ দেবী শানু বললেন, ‘মৃত্যু যতই ছিনিয়ে নিক, বেঁচে থাকুন সবার হৃদয়ে, সবার ভালোবাসায়... অনেক শ্রদ্ধামাখা ভালোবাসা...। ’ চিত্রনায়িকা অমৃতা খান বলেন, ‘দিতি ম্যামকে আল্লাহ জান্নাতবাসী করুন। অনেক কষ্ট হচ্ছে। মিষ্টি হাসিটা অনেক মিস করবো। ’

সাবরীন সাকা মীম বলেন, ‘আস্তে আস্তে একটু একটু করে সবাই চলে যাবো। কেমন জানি লাগছে আন্টি। কতো কাজ করেছি আপনার সঙ্গে। খুঁজে মাত্র একটা ছবি পেলাম। শেষবার আপনার বাসায় গিয়েছিলাম বিয়ের দাওয়াত দিতে। আপনি দেশে ছিলেন না। আর দেখা হলো না। মনে আছে? আপনাকে আমি গর্জিয়াস আন্টি ডাকতাম। কতো অসহায় আমরা মৃত্যুর কাছে। ভালো থাকবেন আন্টি। শান্তিতে থাকুন। ’

দিতির একটি ছবি পোস্ট করে নির্মাতা শাফায়েত মনসুর রানা লিখলেন, ‘অনেক কিছু পাওয়া আর হঠাৎ শুন্যতা... থাকবে অনেক ভালোবাসা...। ’ আরেক নির্মাতা শাহনেওয়াজ কাকলী বলেন, ‘দিতি আপা ভালো থাকবেন, আমরাও একদিন আপনার কাছে পৌঁছাবো, এটাই যে সত্য। ’

নির্মাতা এসএ হক অলিক শুধু ‘দিতি আপা’ লিখতে পেরেছেন! তিনি দুঃখ প্রকাশ করে বলেন আর কিছু লিখতে পারছেন না। চিত্রনায়িকা মৌসুমীর পুত্র নির্মাতা ফারদিন এহসান স্বাধীন বলেছেন, ‘দিতি আন্টি চলে গেলেন। তার আত্মা শান্তিতে থাকুক। ’

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গত কোরবানির ঈদে দিতিকে নিয়ে ‘জোড়া শালিক’ নাটকটি পরিচালনা করেন সৌভাগ্য হয়েছিলো জানিয়ে লিখেছেন, ‘কথা ছিলো আরও কাজ হবে। কিন্তু কিছুদিন পরে অসুস্থ হয়ে গেলেন, তাই আর কাজ হলো না আপনার সঙ্গে। যেখানে থাকুন ভালো থাকুন। ’

কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী তার ফেসবুক বন্ধুদের জানান, ‘আজ বিকেল ৪টায় দিতি আপা চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। ’ চিত্রনায়ক ইমন বলেছেন, ‘দিতি আপা অনেক ভালো থাকো। ’

অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন বলেছেন, “আজ (রোববার) ইউনাইটেড হাসপাতালে যাইনি। এফডিসিতে কাল তাকে দেখতে যাবো না। আমি চোখ বন্ধ করে থাকা নিরব দিতি আপাকে চিনি না! আমার কাছে দিতি আপা সবসময়ই উজ্জ্বল, সদা হাস্যময়ী, ভয়ঙ্কর সুন্দরী এবং তার চেয়েও সুন্দর মনের একজন মানুষ। দিতি আপা এমন একজন যোদ্ধা মা যিনি সম্পূর্ণ একা নিজের দুই সন্তানকে বড় করেছেন। এমনভাবে মানুষ করেছেন যে তারাও তার মতোই যোদ্ধা হতে পেরেছে। আমি প্রতিনিয়তই দিতি আপার ‘মা’ পরিচয়টির কাছ থেকে শিখেছি, শিখছি। দিতি আপা, অনেক ভালো থাকুন আপনি অন্য কোনও ভুবনে। ”

শোক ও শান্তি কামনা করেছেন অভিনেত্রী জয়া আহসান, রুনা খান, মৌসুমী হামিদ, আয়শা মনিকা, অভিনেতা নিরব, শাহেদ আলী, উপস্থাপিকা ফারহানা নিশো, গায়িকা আনিতা

দিতি অভিনীত জনপ্রিয় গান ‘আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয়না পরাণে’ উল্লেখ করেছেন নাট্যকার রুম্মান রশীদ খান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার দেখা অন্যতম মজার মানুষ ছিলেন তিনি। অনেক নকল মানুষের ভিড়ে একজন আসল মানুষ। সদালাপী, সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী, পরিশ্রমী, সংগ্রামী ছিলেন দিতি আপা। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তেও যাকে হাসতে দেখেছি। অনেক জ্বর নিয়েও কথা রাখতে দেখেছি তাকে। এতো বড় তারকা হয়েও সময় মেনে চলতে দেখেছি সবসময়। ’

রুম্মান আরও লেখেন, ‘তার সঙ্গে আমার পরিচয় ২০০২ সালে। আমার লেখা প্রথম প্রচারিত নাটক ‘মা’র প্রধান চরিত্র তিনি। আমার প্রথম লেখা ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’র মা তিনি। তার প্রথম পরিচালিত নাটক ‘খুনসুটিকে দিলাম ছুটি’র নাট্যকার আমি। তার পরিচালিত আটটি নাটকের সাতটির নাট্যকার-ই আমি। আমার লেখা অসংখ্য নাটকের অভিনেত্রী তিনি। দিতি আপার শুন্যতা পূরণ হওয়ার নয়। তবে তার রেখে যাওয়া ভালোবাসার উত্তাপ এতোই বেশি, তাকে কখনও ভোলা যাবে না। তিনি-ই তো আমাদের শিখিয়েছেন- ভালোবাসা যতো বড়, জীবন ততো বড় নয়!’

অভিনেত্রী ইলোরা গহর লেখেন, ‘‎দিতি‬ আপা নাকি মারা গেছেন, বিশ্বাস করতে পারছি না!’ নির্মাতা দেবাশীষ বিশ্বাস দুঃখ ভারাক্রান্ত মনে লিখেছেন, ‘ব্যাপারটা পছন্দ হলো না! আপনি এভাবেই চলে যেতে পারেন না!’

চিত্রনায়িকা-গায়িকা ইরিন জামান লিখেছেন, ‘কান্না পাচ্ছে। খুব খারাপ লাগছে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে’ গানটা চোখে ভাসছে। ‘ভালোবাসা যতো বড় জীবন ততো বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়’। অনেক পছন্দ করি তাকে। ’

অভিনেত্রী জয়শ্রী কর জয়া আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘আমার জন্মদিন হয়ে গেলো দিতি আপার মৃত্যুদিন! কোনোদিনই ভুলবো না। এইভাবে একটা মানুষ দেখতে দেখতে চলে গেলো। কি সুন্দর করে সবাইকে আপন করে নিতো। কোনো অহংকার ছিলো না তার। ’

উপস্থাপিকা পারিহা আখতার ‘তারকালাপ’ অনুষ্ঠানে দিতির অংশ নেওয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা ছিলো আমাদের শেষ অনুষ্ঠান। কিছুতেই ভুলতে পারছি না দিতি আপু। যা যা বলেছিলেন আমাকে সব কথা কানে বাজছে। আপনার মতো এতো বড় হৃদয়ের শিল্পী কতোজন আছেন আমি সত্যি জানি না। ’

সংগীতশিল্পী সামিনা চৌধুরী লিখেছেন, ‘দিতি চলে গেলো। আসলে কি বলবো বুঝতে পারছি না। খুব সদালাপী একজন বন্ধু ছিলো দিতি। আল্লাহ যেন তাকে ওপারে ভালো রাখেন, এই কামনা করি। ’

উপস্থাপিকা-অভিনেত্রী শ্রাবণ্য তোহিদা পেশায় চিকিৎসক। তিনি সে প্রসঙ্গে বললেন, ‘একজন ক্যান্সার রোগীর কষ্ট ডাক্তার হিসেবে বুঝি। তার লড়ে যাওয়ার মানসিকতাকে আমি শ্রদ্ধা করি। ’

চিত্রনায়িকা কেয়া লিখেছেন, ‘খুব কষ্ট হচ্ছে দিতি আপু আমাদের মাঝে আর নেই শুনে। আর ক’দিন পরে (৩১ মার্চ) তার জন্মদিন। আর দেখা হবে না প্রিয় দিতি আপার সঙ্গে। শুধু স্মৃতিগুলোই থেকে যায়। অনেক বেশি ভালোলাগার মানুষটা দূরে চলে গেলে খুব কষ্ট হয়। এই কষ্ট বলে বোঝানো সম্ভব না। অনেক ভালোবাসি দিতি আপু তোমাকে। ওই দূর আকাশে অনেক বেশি ভালো থেকো। কখনও তোমাকে ভুলতে পারবো না। দিতি আপু আমি তোমাকে ভালোবাসি। ’

নির্মাতা মাহমুদ দিদার লিখেছেন, ‘নায়িকার বিদায় মানে হুলুস্থুল পাগল করা প্রেমিকার বিদায়। প্রত্যেক নায়িকাই এক একজন সম্মোহন জাগানিয়া প্রেমিকা। ’

জ্যোতিকা জ্যোতি একটি ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘এটাই হাস্যোজ্জ্বল দিতি আপার সঙ্গে শেষ দেখা! তারপর ঈদের দিন তাকে দেখতে গিয়েছিলাম, কখনও চিনতে পারছিলেন, কখনও পারছিলেন না। কিন্তু আদর করছিলেন বরাবরের মতোই। এপার ওপার তেমন দূরে আর মনে হয় না আমার। দিতি আপা আমাদের মাঝেই আছেন। ’

দিতির একক অ্যালবামের প্রকাশক লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান বলেন, ‘আমরা তোমাকে কোনোদিন হারাতে দেবো না, তোমার কাজের মাঝে আমরা চিরদিন তোমাকে স্মরণে রাখবো। তুমি চিরদিন আমাদের মাঝে থাকবে তোমার কর্মে। ’

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
জেএইচ

** দিতির প্রথম জানাজা সম্পন্ন, ১০টায় মরদেহ যাবে এফডিসিতে
** বাবার কবরের পাশে সমাহিত হবেন দিতি
** বাদ এশা দিতির প্রথম জানাজা, সোমবার দুপুরে দাফন
** বাবার কবরের পাশে সমাহিত হবেন দিতি
** চিত্রনায়িকা দিতি আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।