নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে (শনিবার) মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারকে।
শনিবার (১৭ এপ্রিল) বলিউডের এই অভিনেতার টুইটার অ্যাকাউন্টে তার শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী ছবিতে দেখা গেছে তাকে।
৯৩ বছর বয়সী এই অভিনেতাকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বিএসকে